ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ‘আবার যদি আক্রমণ করেন, সবকিছু হারাবেন… যুদ্ধ এবং সংলাপ দুইয়ের জন্যই প্রস্তুত আমরা। এখন সিদ্ধান্ত আপনার।’
শাহবাজ শরীফ আরও বলেন, ‘আমাদের নির্দেশ দেবেন না। পানি আমাদের লাল রেখা— আমাদের পানি সরানোর চিন্তাও করবেন না। হ্যাঁ, পানি আর রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না। আপনারা আমাদের নীলম-ঝেলম পানি প্রকল্পেও আঘাত করেছেন। যদি ক্ষয়ক্ষতি বড় হতো, আমরা আপনাদের বাগলিহারসহ বড় ড্যামগুলো ধ্বংস করতে পারতাম।’ খবর ডনের।
শাহবাজ শরীফ ভারতের প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে বলেন, ‘চলুন এই আগুন নেভাই। কাশ্মীর ও পানির মতো ইস্যুতে আলোচনায় বসি।’
গতকাল বুধবার (১৪ মে) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতকে কাশ্মীর, পানি বণ্টনসহ সব বিরোধী বিষয় নিয়ে ‘বিস্তৃত সংলাপে’ বসার আহ্বান জানান। তিনি সিয়ালকোটের পাসরুর ক্যান্টনমেন্ট এলাকায় ফ্রন্টলাইনের সেনাদের সঙ্গে সাক্ষাতে এই প্রস্তাব দেন। সেখানে তিনি ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’-এর মাধ্যমে ভারতে পাল্টা হামলার প্রশংসা করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেন, পেহেলগামে হামলার পর ভারতীয় হামলার জবাবে পাকিস্তান ২৬টি ভারতীয় সামরিক স্থাপনায় যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালায়, যার ফলে ভারত ‘ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে’ এবং পাকিস্তান বিমান বাহিনী একাধিক রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করে।
শাহবাজ শরীফ সেনাদের উদ্দেশে বলেন, ‘১৯৭১ সালের প্রতিশোধ নিয়েছেন আপনারা… এখন গোটা জাতি আপনাদের পাশে আছে।’
পেহেলগামে হামলার পর ভারত সিন্ধু নদের পানির ট্রিটি স্থগিত করায় পাকিস্তান তীব্র প্রতিক্রিয়া জানায়।
বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা সম্প্রতি জানান, ‘চুক্তি অনুযায়ী স্থগিত করার কোনো ধারা নেই। এটি বাতিল বা নতুন করে স্বাক্ষর করতে হলে উভয় দেশকে সম্মত হতে হবে।’
পরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে আলাপকালে শাহবাজ শরীফ শান্তি প্রচেষ্টায় তার নেতৃত্বের প্রশংসা করেন এবং দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তির জন্য কাশ্মীর সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার কথা বলেন।
শাহবাজ শরীফ আরও বলেন, ‘ভারতের নেতাদের উসকানিমূলক মন্তব্য অঞ্চলের নাজুক শান্তির জন্য হুমকি।’
শাহবাজ শরীফ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ এবং আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের কাছেও এই সংকটে পাকিস্তানকে সমর্থন জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
এএফপির খবরে জানা যায়, পাকিস্তান এপ্রিল ২৩ থেকে আটক ভারতীয় সীমান্তরক্ষী পুনম কুমার শ’কে ভারতীয় বাহিনীর কাছে হস্তান্তর করেছে। তিনি পেহেলগাম হামলার ঠিক পরদিন পাকিস্তানের হেফাজতে যান।