ঢাকা ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার

পঞ্চগড়ের আটোয়ারীতে সমাজ সেবা অফিসের আয়োজনে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২২ মে) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এর সভাপতিত্বে সেমিনারে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের সম্ভাব্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধান অতিথি পঞ্চগড় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়।

উপজেলা সমাজসেবা অফিসার(অ.দা.) মোঃ আবু তাহের’র সঞ্চালনায় সেমিনারে আলোচনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম ফুয়াদ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ গোলাম ফারুক, জেলা শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মোঃ ওয়ালিউল হক, বোদা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌকির আহমেদ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী। উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ্, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান প্রমুখ।

অংশগ্রহণকারী পেশাজীবি কামার-কুমার, নাপিত, জুতা মেরামত আত্মকর্মসংস্থান, প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ঋণের সুযোগ গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।

এসময় প্রধান অতিথি বলেন, ‘ প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই প্রকল্পের মাধ্যমে উপজেলা কমিটি কর্তৃক যাচাই-বাছাই শেষে প্রান্কি পেশাজীবিদের নিজ নিজ কর্মস্থলে গিয়ে ৬ মাসের প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে পুঁজি হিসেবে এককালীন ১৮ হাজার টাকা সরকারি আর্থিক অনুদান প্রদান করা হবে। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবি সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

মোংলায় কোস্টগার্ডের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ঔষধ বিতরণ 

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার

আপডেট সময় ০৭:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারীতে সমাজ সেবা অফিসের আয়োজনে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২২ মে) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এর সভাপতিত্বে সেমিনারে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের সম্ভাব্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধান অতিথি পঞ্চগড় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়।

উপজেলা সমাজসেবা অফিসার(অ.দা.) মোঃ আবু তাহের’র সঞ্চালনায় সেমিনারে আলোচনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম ফুয়াদ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ গোলাম ফারুক, জেলা শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মোঃ ওয়ালিউল হক, বোদা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌকির আহমেদ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী। উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ্, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান প্রমুখ।

অংশগ্রহণকারী পেশাজীবি কামার-কুমার, নাপিত, জুতা মেরামত আত্মকর্মসংস্থান, প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ঋণের সুযোগ গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।

এসময় প্রধান অতিথি বলেন, ‘ প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই প্রকল্পের মাধ্যমে উপজেলা কমিটি কর্তৃক যাচাই-বাছাই শেষে প্রান্কি পেশাজীবিদের নিজ নিজ কর্মস্থলে গিয়ে ৬ মাসের প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে পুঁজি হিসেবে এককালীন ১৮ হাজার টাকা সরকারি আর্থিক অনুদান প্রদান করা হবে। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবি সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।