মোটর সাইকেল চুরি করে পালানোর সময় অর্ধশতাধিক চুরি মামলার আসামী ঠাকুরগাঁওয়ের কুখ্যাত মোটর সাইকেল চোর রাজ্জারকে গনধোলই দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। মঙ্গলবার দুপুরে জেলার পীরগঞ্জ পৌর শহরের মাষ্টার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানর ওসি তাজুল ইসলাম জানান, জোহরের নামাজের সময় মাষ্টার মোড় এলাকার দারুসসালাম মসজিদ থেকে একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতা হাতে ধরা পড়ে জেলার রানীশংকৈল উপজেলার কুখ্যাত মোটর সাইকেল চোর রাজ্জাক। এসময় জনতা তাকে গন ধোলই দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করে। তার বিরুদ্ধে মোটর সাইকেল চুরির অর্ধশতাধিক মামলা রয়েছে। সম্প্রতি সে জামিনে বেড়িয়ে এসেছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পীরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল আফিসার ডাঃ আব্দুর রহমান সোহান জানান, ঐ ব্যক্তির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। মাথার সিটি স্ক্যান করতে বলা হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না। তবে তিনি শংকা মুক্ত নন।