ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকচাপায় তিন বন্ধু নিহত

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকচাপায় তিন বন্ধু নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) রাত ৯টার দিকে উপজেলার সিরাজগঞ্জ শহর-নলকা আঞ্চলিক মহাসড়কের ভদ্রঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাড়াশ উপজেলার তেঘুরি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে শোয়েব আলী (২২), রায়গঞ্জ উপজেলার শেনগাঁতী গ্রামের জয়নাল শেখের ছেলে জাহিদুল ইসলাম (২০) ও আব্দুল হাইয়ের ছেলে আব্দুল গাফফার (২১)।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নলকা সেতু এলাকা থেকে মোটরসাইকেলে তিন বন্ধু সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। তারা ভদ্রঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগি বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি পাওয়া যায়নি। স্বজনরা মরদেহ তিনটি নিয়ে গেছে। তবে তারা ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা করছেন বলে জানান ওসি।

 

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

গোপালগঞ্জের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকচাপায় তিন বন্ধু নিহত

আপডেট সময় ১০:৪৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকচাপায় তিন বন্ধু নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) রাত ৯টার দিকে উপজেলার সিরাজগঞ্জ শহর-নলকা আঞ্চলিক মহাসড়কের ভদ্রঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাড়াশ উপজেলার তেঘুরি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে শোয়েব আলী (২২), রায়গঞ্জ উপজেলার শেনগাঁতী গ্রামের জয়নাল শেখের ছেলে জাহিদুল ইসলাম (২০) ও আব্দুল হাইয়ের ছেলে আব্দুল গাফফার (২১)।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নলকা সেতু এলাকা থেকে মোটরসাইকেলে তিন বন্ধু সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। তারা ভদ্রঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগি বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি পাওয়া যায়নি। স্বজনরা মরদেহ তিনটি নিয়ে গেছে। তবে তারা ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা করছেন বলে জানান ওসি।