পঞ্চগড়ের আটোয়ারীতে ওএমএস- খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে লটারীর মাধ্যমে ডিলার নির্বাচন করেছেন আটোয়ারী উপজেলা প্রশাসন। বুধবার (৯ জুলাই) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এর নেতৃত্বে এই লটারী কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জনসম্মুখে ও প্রার্থীদের উপস্থিতিতে ৯ টি আবেদনের মধ্যে লটারীর মাধ্যমে ৩ জন ডিলার নির্বাচিত করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাসুদা পারভীন জানান, ওএমএস ডিলারের জন্য ১৫ টি আবেদন জমা পড়ে। নিয়োগ কমিটির যাচাই বাছাইয়ে ৬ টি আবেদন বাতিল হয়। ৯টি আবেদন নিয়ে লটারী অনুষ্ঠিত হলো। স্বচ্ছ লটারীর মাধ্যমে ৩জন ডিলার নির্বাচিত হলো।
নির্বাচিতরা হলেন, রাধানগর ইউনিয়নের মোঃ আক্তার হোসেন (মেসার্স পলি এন্টারপ্রাইজ) বিক্রয় কেন্দ্র : পল্লিবিদ্যুৎ মোড়। মির্জাপুর ইউনিয়নের মোঃ আইনুল হক ( মেসার্স আয়েশা ট্রেডার্স) বিক্রয় কেন্দ্র: মির্জাপুর বাজার এবং তোড়িয়া ইউনিয়নের মোঃ ফরিদুল ইসলাম(বাবা মায়ের দোয়া) বিক্রয় কেন্দ্র : তোড়িয়া বাজার। তিনি বলেন, লটারীর মাধ্যমে খাদ্য বিভাগের নিয়ম মেনে ডিলার নিয়োগ করা হয়েছে। কোন শর্ত ভঙ্গ করলে ডিলারদের ডিলারশিপ বাতিল করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন, আমরা সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে এই লটারীর আয়োজন করেছি। সরকারের নির্দেশনা অনুযায়ী কোনো ধরণের প্রভাব বা পক্ষপাত ছাড়াই প্রার্থীদের মধ্য থেকে লটারীর মাধ্যমে ডিলার নির্বাচিত করা হয়েছে।
তিনি বলেন,আটোয়ারীর সকল রাজনৈতিক দলসহ আটোয়ারীবাসীকে ধন্যবাদ জানাই, ডিলার নির্বাচন ব্যাপারে আজ পর্যন্ত আমার কাছে একটি ফোনও আসে নাই। কেহ সুপারিশ বা তদবীর করতে আসেনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আফজাল হোসেন, মির্জাপুর ইউপি চেয়ারম্যন আব্দুস সামাদ আজাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী,ডিলারপ্রার্থীসহ তাদের শুভাকাঙ্খিরা। এসময় অনেকেই ইউএনও’র এ ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।