পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৬টি ইউনিয়নের জন্য খাদ্যবান্ধব ডিলার নিয়োগে উম্মুক্ত লটারীর মাধ্যমে ১২ টি পয়েন্টের জন্য ১২ জন ডিলার নিয়োগ করা হয়েছে। বুধবার(১৩ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান- এর নেতৃত্বে, সকল আবেদনকারীর উপস্থিতিতে উম্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়। লটারীর মাধ্যমে উপজেলার ৬ ইউনিয়নের জন্য ১২ জন ডিলারকে চুড়ান্তভাবে নিয়োগ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাসুদা পারভীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী , বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ডিলার প্রার্থীসহ তাদের শুভাকাঙ্খীরা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাসুদা পারভীন জানান, খাদ্যবান্ধব ডিলার নিয়োগে মোট ৬৮ টি আবেদন পত্র জমা হয়। এরমধ্যে নিখুঁত যাচাই-বাঁছাইয়ে ৩২টি আবেদন বাতিল হয়। বৈধ ৩৬টি আবেদন নিয়ে সবার উপস্থিতিতে উম্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়। লটারীর মাধ্যমে ১২ জন ডিলার নির্বাচিত হয়। নির্বাচিতরা হলেন, মির্জাপুর ইউনিয়নের হক ওয়ালী এহেতেশাম ( হিমালয় এন্টারপ্রাইজ) বিক্রয় কেন্দ্র: সর্দারপাড়া বাজার ও মোঃ বাবুল (মেসার্স রায়হান ট্রেডার্স) বিক্রয় কেন্দ্র :পাটশিরি বাজার। তোড়িয়া ইউনিয়নের মোঃ দলিলুর রহমান( মেসার্স শামীম ট্রেডার্স) বিক্রয় কেন্দ্র : বারঘাটি বাজার ও মোঃ বিপ্লব হোসেন ( মেসার্স বিপ্লব ট্রেডার্স) বিক্রয় কেন্দ্র : তোড়িয়া বাজার)। আলোয়াখোয়া ইউনিয়নের মোছাঃ ঝর্ণা আক্তার ( মেসার্স ঝর্ণা ট্রেডার্স) বিক্রয় কেন্দ্র : রাখালদেবী বাজার ও মোঃ ফজলে রাব্বী ( মেসার্স রাহাত ট্রেডার্স) বিক্রয় কেন্দ্র : পাল্টাপাড়া বাজার। রাধানগর ইউনিয়নের মোঃ গোলাম রব্বানী (মেসার্স আবেদা ট্রেডার্স) বিক্রয় কেন্দ্র : পল্লীবিদ্যুৎ মোড় ও মোঃ বেলাল হোসেন (মেসার্স বেলাল ট্রেডার্স) বিক্রয় কেন্দ্র : রেলঘুন্টি । বলরামপুর ইউনিয়নের মোঃ দেলোয়ার হোসেন (মেসার্স সাহাদ ট্রেডার্স) বিক্রয় কেন্দ্র : বটতলী বাজার ও মোঃ রবিউল হোসেন ( মেসার্স রবিউল ট্রেডার্স) বিক্রয় কেন্দ্র : লিলার মেলা এবং ধামোর ইউনিয়নের মোঃ জাকরুল ইসলাম ( মেসার্স আনাস ট্রেডার্স) বিক্রয় কেন্দ্র : বোর্ড অফিস ও মোঃ মমিনুল ইসলাম ( মমিনুল ট্রেডার্স) বিক্রয় কেন্দ্র : শিকটিহারি বাজার। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বলেন, উম্মুক্ত লটারীর মাধ্যমে খাদ্য বিভাগের নিয়ম মেনে ডিলার নিয়োগ করা হয়েছে। কোন শর্ত ভঙ্গ করলে ডিলারদের ডিলারশিপ বাতিল করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন, আমরা সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে এই লটারীর আয়োজন করেছি। সরকারের নির্দেশনা অনুযায়ী কোনো ধরণের প্রভাব বা পক্ষপাত ছাড়াই প্রার্থীদের মধ্য থেকে লটারীর মাধ্যমে ডিলার নির্বাচিত করা হয়েছে।
সুষ্ঠু ,শান্তিপূর্ণভাবে এবং প্রভাবমুক্ত পরিবেশে উম্মুক্ত লটারীর মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নির্বাচিত করতে পারায় তিনি উপজেলার সকল রাজনৈতিক দল, উপস্থিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এসময় উপস্থিত সবাই উপজেলা নির্বাহী অফিসারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।