ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আমি মগ্ন হবো

মুহাম্মদ আমির হোসেন

আমি মগ্ন হবো তোর অরুণাভ ঠোঁটে
মসৃণ পেল্লব গায়ে সুরভিত কায়া
মোহ তোর পুঞ্জীভূত স্বর্গ দেয় ছায়া
সুশীতল বায়ু ঝড় স্থির নয় মোটে।
আতঙ্ক, বিভ্রাট মনে ছুঁয়ে দেয় সব
গোলাপ, তপ্ত নিঃশ্বাসে মিশেছে সত্তায়
খুলে দেয় বাঁধা যত আপন হেলায়
অনুপম অভিসার চোখেতে উৎসব।
কম্পমান অধরেরা দুলে হেসে হেসে
প্রেম জলে ভস্মীভূত হৃদয় বিহার
স্থিতি চায় মর্ত্য লোক প্রেমের অঙ্গার
ভুলে যায় ক্লেদ যত তোরে ভালোবেসে।
একতালে সুর তুলে মগ্নতা ভাসায়
তরঙ্গে তরঙ্গে প্রেম উত্তাল উদ্দাম
স্নায়ুর অনুরণন দুষ্টু পয়গাম
বয়ে যায় শিরশিরে কোথায় হারায়!
লাস্যময়ী ভালোবাসা মনের উদ্যানে
লাবণ্যময়ী কুন্তল বাতাসে ওড়ায়
ব্যাকুল আকুল হয়ে নিদাঘ ধরায়
মনের আবাস খুলে দি’ই আনমনে।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আপলোডকারীর তথ্য

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আমি মগ্ন হবো

আপডেট সময় ১১:৪০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

মুহাম্মদ আমির হোসেন

আমি মগ্ন হবো তোর অরুণাভ ঠোঁটে
মসৃণ পেল্লব গায়ে সুরভিত কায়া
মোহ তোর পুঞ্জীভূত স্বর্গ দেয় ছায়া
সুশীতল বায়ু ঝড় স্থির নয় মোটে।
আতঙ্ক, বিভ্রাট মনে ছুঁয়ে দেয় সব
গোলাপ, তপ্ত নিঃশ্বাসে মিশেছে সত্তায়
খুলে দেয় বাঁধা যত আপন হেলায়
অনুপম অভিসার চোখেতে উৎসব।
কম্পমান অধরেরা দুলে হেসে হেসে
প্রেম জলে ভস্মীভূত হৃদয় বিহার
স্থিতি চায় মর্ত্য লোক প্রেমের অঙ্গার
ভুলে যায় ক্লেদ যত তোরে ভালোবেসে।
একতালে সুর তুলে মগ্নতা ভাসায়
তরঙ্গে তরঙ্গে প্রেম উত্তাল উদ্দাম
স্নায়ুর অনুরণন দুষ্টু পয়গাম
বয়ে যায় শিরশিরে কোথায় হারায়!
লাস্যময়ী ভালোবাসা মনের উদ্যানে
লাবণ্যময়ী কুন্তল বাতাসে ওড়ায়
ব্যাকুল আকুল হয়ে নিদাঘ ধরায়
মনের আবাস খুলে দি’ই আনমনে।