রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে একই দিনে দুইজনের আত্মহত্যা খবর পাওয়া যায়। উপজেলার চান্দাইকোনা ইউপির সরাই শ্যামগোপ আদর্শ গ্রাম (২) এর মোঃ আল রাফিক স্রী মোছাঃ পাতা খাতুন (১৭) শুক্রবার বেলা ২ টার দিকে পারিবারিক কলহের জেরে নিজ বসত ঘরে তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
অনুসন্ধানে বেরিয়ে আসে থলের বিড়াল। আল রাফি তার সৎ বোনের সাথে পরকিয়া দেখে ফেলার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এবং মারধরের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে পাতা খাতুন অসহায় হয়ে মৃত্যুর পথ বেছে নেন। ৭ মাসের আত্মসত্বা পাতা খাতুন আত্মাহত্যা করে তার নির্যাতনের অবসান থেকে মুক্ত হন।
অপরদিকে পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, শুক্রবার সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের প্রতাবদীঘি গ্রামের মৃত জিলাপ আলীর পুত্র সেলিম হোসেন (৪০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে আত্মহত্যার কারন জানা না গলেও প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ঋণের দেনার চাপে আত্ম হত্যা করেন তিনি।
এ ব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন-অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একই দিনে দুইটি আত্মহত্যার ঘটনা সত্যি বেদনাদায়ক। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তের জন্য লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক ভাবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।