মোঃ মুনছুর হেলাল, রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রায় এক মাসের বেশি সময় ধরে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলকা, হাট–পাঙ্গাঁসী, চান্দাইকোনা সহ বিভিন্ন হাট বাজারগুলোয় পাওয়া যাচ্ছে কাঁচা আম । বৈশাখের মাঝামাঝি সময়ে এসে বাজারে দেখা মিলছে অনেক প্রজাতির কাঁচা আম । দেশী জাতের আম বিক্রি হচ্ছে ৭০-১০০ টাকা কেজি দরে ।
শুক্রবার (১৭ মে ) সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে কাচাঁ আম ও এর দাম সম্পর্কে জানা যায় । বাজার দুটি ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচা আম বিক্রি করা হচ্ছে ৬০ টাকা থেকে ১০০ টাকায়। কাঁচা মিঠা আম বিক্রি করা হচ্ছে ১২০ টাকা থেকে ১৬০ টাকায়। দোকানের পাশাপাশি ভ্যানেও আম বিক্রি করতে দেখা গেছে ।
বিক্রেতারা জানান, পাকা আমের মৌসুম এখনও শুরু হয়নি। আরও ১৫-২০ দিন পর পাকা আমের মৌসুম শুরু হবে। তবে এরই মধ্যে রাজশাহী ও সাতক্ষীরা থেকে আসা গোবিন্দভোগ আম বাজারে উঠছে । এগুলো মৌসুমের আমের মতো মিষ্টি নয়, তবে খারাপও নয় ।
চান্দাইকোনা বাজার সহ বিভিন্ন হাট বাজারে ভ্যানগাড়ী নিয়ে ভ্রাম্যমান আম বিক্রেতা মোঃ নজরুল ইসলাম বলেন, পাকা আমের পুরোপুরি সিজন শুরু হতে আরও কয়দিন সময় লাগবে । এখন আমের বাজারে খুবই কম পরিমাণে পাকা আম উঠছে । অনেকে কিনছেনও।
আরিফুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, বাসার সবাই আম খুব পছন্দ করে। মূলত কাঁচা আমই কিনতে এসেছি। আমার বাসার সবাই কাঁচা আম পছন্দ করেন এটি খুব পুষ্টি সমৃদ্ধ।
আরো পড়ুন : রায়গঞ্জে এক দিনে দুইজনের আত্মহত্যা