আমিই বাংলাদেশ
তাজ ইসলাম
তুমি আমাকে তাচ্ছিল্য কর!
তুমি জানো আমি কে?
আমি বাংলাদেশের বিজয়ে
লাফিয়ে ওঠা মার্বেল।
বাংলাদেশের যেকোন খোশখবরে
হৃদপিণ্ড আমার লাফাতে থাকে
স্কুল মাঠে দড়ি নাচের সাথে
কিশোরীর সরলতা মতো।
আমি দুঃখে কাঁদি, আনন্দেও বিগলিত হয় হৃদয়।
আমার চোখে জল ঢেউ খেলে,
নারীর মাতৃ মনের মতো নরম আমার মন।
তুমি আমাকে চিন?
বাংলাদেশের প্রতি যেকোন হুমকিতে
আমি গর্জে ওঠা স্টেনগান।
তুমি আমায় চিন?
আমি বাংলাদেশের ছেলে
দেশ বাঁচাতে,দশ বাঁচাতে
হাসি মুখে যেতে রাজি
অন্ধকার জেলে।
এই সবুজ শ্যামল বাংলাদেশে পাঠ নিয়েছি
তিতুমীর সাহস, বঙ্গবন্ধু ভাষণ
নয় মাস রণাঙ্গনে লড়াই লড়াই জীবন।
আমাকে ভয় দেখিও না।
আমি বাংলার সন্তান
মাঠে লড়তে জানি
সামনে আমার উন্মুক্ত অপশন থাকে
জয় কিংবা শহিদ।
জীবন আমার যুদ্ধ যুদ্ধ খেলা।
লড়তে জানি
পলায়ন কিংবা পরাজয় মানি না।
তুমি আমাকে চিন?
আমি এই বাংলার আউশ আমন কাউন ধানের ছেলে।
হে অসত্য তোমাকে পরাস্ত করবই ।
আরো পড়ুন : প্রান্তহীন শূন্যতা