মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অপরাধে ইজারাদারকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১ জুন ) দুপুরে কাতিহার হাটের ইজারাদার লিয়নকে গরু প্রতি ২৩০ টাকার পরবর্তে ৫০০ টাকা ছাগল ৯০ টাকার পরিবর্তে ১৮০ টাকা টোল আদায় করছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান।
এ বিষয়ে হাট ইজারাদার লিয়নের সাথে মুঠো ফোনে জানতে চাইলে, তাকে ফোনে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান বলেন, সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টাকার অতিরিক্ত টোল আদায়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কাতিহার হাটের ইজারাদার লিয়নকে এ জরিমানা করা হয়েছে এবং পরবর্তী হাটে অতিরিক্ত টোল আদায় না করার বিষয়ে হাট ইজারদারকে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।
আরো পড়ুন : রাণীশংকৈলে সেই সোনার খনিতে ১৪৪ ধারা জারি