ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেনে করে রাশিয়া যাচ্ছেন কিম

চলমান বার্তা অনলাইন ডেস্ক:
চলতি মাসেই উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন মস্কো যাবেন বলে খবর চাওর হয়েছিল। এবার সেই খবর সত্যি হচ্ছে। ট্রেনে চেপে রাশিয়া যাচ্ছেন কিম। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ইয়োনহাপ বলছে, কিমের ট্রেন মস্কোর উদ্দেশে স্টেশন ছেড়ে গেছে।

এএফপি জানিয়েছে, সাধারণত দেশের বাইরে যান না কিম। অতিমারী করোনাভাইরাসের পর থেকে তিনি এখনও দেশের সীমান্তের বাইরে যাননি। এবারের মস্কো সফর হবে উত্তর কোরিয়ার শীর্ষ নেতার করোনার পরের প্রথম সফর। এই সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। এই বৈঠকে অস্ত্র নিয়ে আলোচনা হতে পারে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস বলছে, রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের বন্দর শহর ভ্লাদিভোস্টকে কিম-পুতিনের বৈঠক হবে। সাঁজোয়া ট্রেনে করে মস্কো সফরে যাবেন কিম। গণমাধ্যমটির কূটনৈতিক সংবাদদাতা এডওয়ার্ড অং ওই সময় জানিয়েছিলেন, উত্তর কোরিয়ার কর্মকর্তাদের একটি দল গত মাসের শেষের দিকে ভ্লাদিভোস্টক ও মস্কো ভ্রমণ করেছিল। কর্মকর্তাদের দলে পিইংইংয়ের শীর্ষ নেতার প্রোটোকল অফিসারও ছিল।

মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক নতুন নয়। উত্তর কোরিয়াকে সার্বভৌম দেশ হিসেবে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। এমনকি, আইসোলেটেড দেশটিকে কয়েক দশক ধরে সহায়তা করে আসছে মস্কো। গত ৯ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির শীর্ষ নেতা কিমকে শুভেচ্ছা জানান পুতিন। পাশাপাশি সর্বক্ষেত্রে পিইংইয়ংয়ের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার আহ্বান জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট।

ইউক্রেন আগ্রাসনের শুরু থেকেই মস্কোকে সমর্থন করে আসছে পিয়ংইয়ং। ওয়াশিংটনের দাবি, আগ্রাসনের পর থেকে রাশিয়াকে রকেট ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আপলোডকারীর তথ্য

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ট্রেনে করে রাশিয়া যাচ্ছেন কিম

আপডেট সময় ১২:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

চলমান বার্তা অনলাইন ডেস্ক:
চলতি মাসেই উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন মস্কো যাবেন বলে খবর চাওর হয়েছিল। এবার সেই খবর সত্যি হচ্ছে। ট্রেনে চেপে রাশিয়া যাচ্ছেন কিম। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ইয়োনহাপ বলছে, কিমের ট্রেন মস্কোর উদ্দেশে স্টেশন ছেড়ে গেছে।

এএফপি জানিয়েছে, সাধারণত দেশের বাইরে যান না কিম। অতিমারী করোনাভাইরাসের পর থেকে তিনি এখনও দেশের সীমান্তের বাইরে যাননি। এবারের মস্কো সফর হবে উত্তর কোরিয়ার শীর্ষ নেতার করোনার পরের প্রথম সফর। এই সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। এই বৈঠকে অস্ত্র নিয়ে আলোচনা হতে পারে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস বলছে, রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের বন্দর শহর ভ্লাদিভোস্টকে কিম-পুতিনের বৈঠক হবে। সাঁজোয়া ট্রেনে করে মস্কো সফরে যাবেন কিম। গণমাধ্যমটির কূটনৈতিক সংবাদদাতা এডওয়ার্ড অং ওই সময় জানিয়েছিলেন, উত্তর কোরিয়ার কর্মকর্তাদের একটি দল গত মাসের শেষের দিকে ভ্লাদিভোস্টক ও মস্কো ভ্রমণ করেছিল। কর্মকর্তাদের দলে পিইংইংয়ের শীর্ষ নেতার প্রোটোকল অফিসারও ছিল।

মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক নতুন নয়। উত্তর কোরিয়াকে সার্বভৌম দেশ হিসেবে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। এমনকি, আইসোলেটেড দেশটিকে কয়েক দশক ধরে সহায়তা করে আসছে মস্কো। গত ৯ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির শীর্ষ নেতা কিমকে শুভেচ্ছা জানান পুতিন। পাশাপাশি সর্বক্ষেত্রে পিইংইয়ংয়ের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার আহ্বান জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট।

ইউক্রেন আগ্রাসনের শুরু থেকেই মস্কোকে সমর্থন করে আসছে পিয়ংইয়ং। ওয়াশিংটনের দাবি, আগ্রাসনের পর থেকে রাশিয়াকে রকেট ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া।