মাসুদ রানা , মোংলা প্রতিনিধি
মোংলায় ১২ কেজি গাজাঁসহ রফিকুল ইসলাম নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে পৌর শহরের শ্রমকল্যান রোড এলাকা থেকে তাকে আটক করা। এসময় সাথে থাকা আরো ৩ সহযোগী পালিয়ে যায়।
পুলিশ জানায়, অন্য শহর থেকে মোংলা শহরের একটি বড় মাদকের চালান আসছে এমন গোপন সংবাদের সুত্র ধরে মোংলা পোর্ট পৌর শহরে অভিযানে নামে মোংলা থানা পুলিশের একটি দল। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে শহরের শ্রমকল্যান রোডের বালুর মাঠ এলাকার কোরবান গাজীর বসত ঘর ঘেরাও করে পুলিশ। এসময় পুলিশরে উপস্থিতি বুঝতে পেরে ৪টি গাজাঁর ব্যাগ ফেলে রেখে এক নারী সহ ৪ জন মাদক কারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে ইছাহাক গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৩১) কে হাতে-নাতে আটক করে পুলিশ। শেষে সেখানে তল্লাশী করে ৪টি কাপরের ব্যাগে ১২ কেজি গাজাঁ উদ্ধার করা হয়। তারা সকলেই শ্রমকল্যান রোড বালুর মাঠ এলাকায় বসবাস করে।
এসময় মৃত আঃ গফুর গাজীর ছেলে কোরবান গাজী (৩৬), ছলেমান শেখ এর ছেলে জাহঙ্গীর শেখ (৪২) ও জাহঙ্গীর শেখ’র স্ত্রী তানিয়া বেগম পালিয়ে যায়।
শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে ৪ জনের নামের মামলা দায়ের ও আইনী প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। একই সাথে আরো দুই ওয়ারেন্টভুক্ত আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
মোংলা থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের সুত্র ধরে শ্রমকল্যান রোড এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ রফিকুল গাজীকে আটক করা হয়েছে। ৪জনের নামের মামলা হয়েছে। বাকি ৩জনকে গ্রেফতারে অভিযান চলছে।
আরো পড়ুন : সুন্দরবন আমাদের রক্ষা করছে, সুন্দরবনকে রক্ষা করবে কে?