জকিগঞ্জ, সিলেট প্রতিনিধি :
পবিত্র হজ্ব পালন শেষে দেশে ফিরেই জকিগঞ্জে বন্যা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সাথে জরুরী বৈঠক করেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি।
সোমবার দুপুর ১ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর প্রধানদের সাথে বন্যা পরিস্থিতি নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি জকিগঞ্জের বন্যা পরিস্থিতি ও ডাইক মেরামত কাজ নিয়ে খোঁজ খবর নেন। পাশাপাশি শেওলা-জকিগঞ্জ রোডের সংস্কার কাজের জোর তাগিদ দেন।
এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম, সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ, বারহাল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কাজলসার ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া, বারঠাকুরী ইউনিয়নের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী, এলজিইডির উপজেলা প্রকৌশলী রাশেদুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমদ তাপাদার ও এমএজি বাবর, উপজেলা আল-ইসলাহের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা সেলিম আহমদ, তালামীয নেতা ইসলাম উদ্দীন চৌধুরী প্রমুখ।