ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

টুপিবৃন্দ

টুপিবৃন্দ
তাজ ইসলাম

টুপিরা তখন তুমুল তর্কে লিপ্ত।
কালো টুপি!
সেতো বিভ্রান্ত মতের মাথার উপর বসা!
লাল টুপি!
আমাদের বিশ্বাসের ধারে কাছেও নাই।
গোল টুপি!
সে কেবল লেবাস লেবাস!
কিস্তি টুপি!
ধুর! তাকে টুপি বলাই অপরাধ।
হলুদ টুপি!
কোন রেওয়াতই বরাদ্দ নাই তার জন্য।
বন্দুক,পিস্তল,রাইফেলেরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত।
নিশানা তাক করে বসে আছে
পৃথিবীর মানচিত্রের রেখায় রেখায়।
টুপি দেখলেই নিশানা সই করে
নেমে পড়বে আদিম উল্লাসে।
টুপিরা দলে উপদলে বিভক্ত
সমানে খারিজ করছে একে অপরকে।
লম্বা টুপি!
আসহাফে শয়তান
পাঁচকল্লি!
তার নাম মুখে নেওয়া গোনাহ
ধুসর যে টুপি!
তারতো সমস্তই নেফাক!
একটা টুপি শিকারীর ফাঁদে আটকে গেছে।
রক্তাক্ত দোয়েলের মতো কাতরায় অন্য একটি টুপি।
আগুনের পুত্ররা ঝাঁঝরা করেছে একটি টুপি।
একটি টুপি হৃদয়ের সমস্ত রক্ত ঢেলে আহত
শাদা কবুতরের মতো তড়পায়।
স্টুপিড টুপিদের থামেনি তখনও স্টুপিডিটি।
এন্টি টুপিরা দারুণভাবে ঐক্যবদ্ধ।
নিশানা সই হলে মাস্তি মওজে
বারুদখানাকে করে উল্লাসের বাইজিবাড়ি।

আরো পড়ুন : আমিই বাংলাদেশ

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সীমানা পুনর্বিন্যাস নিয়ে উত্তপ্ত ফরিদপুর; মহাসড়ক অবরোধ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

টুপিবৃন্দ

আপডেট সময় ১১:০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪

টুপিবৃন্দ
তাজ ইসলাম

টুপিরা তখন তুমুল তর্কে লিপ্ত।
কালো টুপি!
সেতো বিভ্রান্ত মতের মাথার উপর বসা!
লাল টুপি!
আমাদের বিশ্বাসের ধারে কাছেও নাই।
গোল টুপি!
সে কেবল লেবাস লেবাস!
কিস্তি টুপি!
ধুর! তাকে টুপি বলাই অপরাধ।
হলুদ টুপি!
কোন রেওয়াতই বরাদ্দ নাই তার জন্য।
বন্দুক,পিস্তল,রাইফেলেরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত।
নিশানা তাক করে বসে আছে
পৃথিবীর মানচিত্রের রেখায় রেখায়।
টুপি দেখলেই নিশানা সই করে
নেমে পড়বে আদিম উল্লাসে।
টুপিরা দলে উপদলে বিভক্ত
সমানে খারিজ করছে একে অপরকে।
লম্বা টুপি!
আসহাফে শয়তান
পাঁচকল্লি!
তার নাম মুখে নেওয়া গোনাহ
ধুসর যে টুপি!
তারতো সমস্তই নেফাক!
একটা টুপি শিকারীর ফাঁদে আটকে গেছে।
রক্তাক্ত দোয়েলের মতো কাতরায় অন্য একটি টুপি।
আগুনের পুত্ররা ঝাঁঝরা করেছে একটি টুপি।
একটি টুপি হৃদয়ের সমস্ত রক্ত ঢেলে আহত
শাদা কবুতরের মতো তড়পায়।
স্টুপিড টুপিদের থামেনি তখনও স্টুপিডিটি।
এন্টি টুপিরা দারুণভাবে ঐক্যবদ্ধ।
নিশানা সই হলে মাস্তি মওজে
বারুদখানাকে করে উল্লাসের বাইজিবাড়ি।

আরো পড়ুন : আমিই বাংলাদেশ