বগুড়ায় রথযাত্রার গম্বুজ বৈদ্যুতিক তারে জড়িয়ে তিন নারীসহ পাঁচজন নিহত এবং আহত হয়েছে ২০ জন। আজ রোববার (৭ জুলাই) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. স্নিগ্ধ আখতার বিষয়টি নিশ্চত করে বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন। এর মধ্যে তিন নারী ও দুজন পুরুষ। আমি এই মুহূর্তে হাসপাতালে আছি। পরে বিস্তারিত জানাতে পারব।’
জানা গেছে, আজ বিকেল ৫টায় শহরের সেউজগাড়ি পালপাড়া মন্দির হতে রথযাত্রা বের হয়। রথযাত্রাটি বের হয়ে স্টেশন রোডে গেলে রথের গম্বুজটি বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। এ সময় রথে থাকা পাঁচ ব্যক্তি বৈদ্যুতিক শকে ঘটনাস্থলেই নিহত এবং ২০ জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন আদমদীঘি উপজেলার নরেশ মহন্ত (৬৫), রঞ্জিত মহন্ত (৬০), শাজাহানপুর উপজেলার গোহাইলের আতশী রাণী (৪০) পুরান বগুড়া সদরের অলোক, একজন নারীর পরিচয় জানা যায়নি।