ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আটোয়ারীতে মাইক্রোবাসের ধাক্কায় নানি-নাতনির মৃত্যু

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে অটো রিক্সা থেকে সড়কে নামার সাথে সাথেই মাইক্রো বাসের ধাক্কায় নানি- নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ১১ জুলাই) সন্ধায় উপজেলার রাধানগর ইউনিয়নের আটোয়ারী – রুহিয়া পাকা সড়কের আরডিআরএস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ গোয়ালদিঘী কণপাড়া এলাকার মোছাঃ বেগম (৫০) ও তার নাতনী আয়েশা আক্তার (৪)। মোছাঃ বেগম বড়দাপ গোয়ালদিঘী কণপাড়া এলাকার মৃত দুলাল এর স্ত্রী। আয়েশা আক্তার একই এলাকার সবিরুল ইসলামের একমাত্র মেয়ে।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে নাতনিকে নিয়ে আটোয়ারী বাজারে চিকিৎসকের কাছে যায় মোছাঃ বেগম। চিকিৎসককে দেখিয়ে অটো রিক্সায় করে বাড়িতে ফিরছিলেন নানি-নাতনি। বাড়ির কাছে গিয়ে উপজেলার আরডিআরএস অফিসের সামনে পৌঁছালে দু’জনই অটো রিক্সা থেকে ডান পাশে সড়কে নামেন। এ সময় পিছন দিক থেকে আসা ঠাকুরগাঁওগামী একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এতে নানি-নাতনি দুজনই সড়কের ওপর ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে নানি- নাতনি দুজনকেই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে ঠাকুরগাঁও নেওয়ার পথেই নানি- নাতনি দুজনেরই মৃত্যু হয়। ঘটনার পরপরই মাইক্রোবাসটি নিয়ে চালক পালিয়ে যান।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া মাইক্রোবাসের ধাক্কায় নানি-নাতনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সাথে সাথে মাইক্রোবাসটি পালিয়ে গেছে। মাইক্রেবাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আটোয়ারী থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের হয়েছে।

আরো পড়ুন : আটোয়ারীতে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আটোয়ারীতে মাইক্রোবাসের ধাক্কায় নানি-নাতনির মৃত্যু

আপডেট সময় ০৯:৪২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে অটো রিক্সা থেকে সড়কে নামার সাথে সাথেই মাইক্রো বাসের ধাক্কায় নানি- নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ১১ জুলাই) সন্ধায় উপজেলার রাধানগর ইউনিয়নের আটোয়ারী – রুহিয়া পাকা সড়কের আরডিআরএস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ গোয়ালদিঘী কণপাড়া এলাকার মোছাঃ বেগম (৫০) ও তার নাতনী আয়েশা আক্তার (৪)। মোছাঃ বেগম বড়দাপ গোয়ালদিঘী কণপাড়া এলাকার মৃত দুলাল এর স্ত্রী। আয়েশা আক্তার একই এলাকার সবিরুল ইসলামের একমাত্র মেয়ে।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে নাতনিকে নিয়ে আটোয়ারী বাজারে চিকিৎসকের কাছে যায় মোছাঃ বেগম। চিকিৎসককে দেখিয়ে অটো রিক্সায় করে বাড়িতে ফিরছিলেন নানি-নাতনি। বাড়ির কাছে গিয়ে উপজেলার আরডিআরএস অফিসের সামনে পৌঁছালে দু’জনই অটো রিক্সা থেকে ডান পাশে সড়কে নামেন। এ সময় পিছন দিক থেকে আসা ঠাকুরগাঁওগামী একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এতে নানি-নাতনি দুজনই সড়কের ওপর ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে নানি- নাতনি দুজনকেই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে ঠাকুরগাঁও নেওয়ার পথেই নানি- নাতনি দুজনেরই মৃত্যু হয়। ঘটনার পরপরই মাইক্রোবাসটি নিয়ে চালক পালিয়ে যান।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া মাইক্রোবাসের ধাক্কায় নানি-নাতনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সাথে সাথে মাইক্রোবাসটি পালিয়ে গেছে। মাইক্রেবাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আটোয়ারী থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের হয়েছে।

আরো পড়ুন : আটোয়ারীতে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা