মোঃ মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় শ্যালো মেশিন চালু করতে গিয়ে নূর হোসেন (২৪) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটছে।
গত শনিবার (২৭ জুলাই) বিকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেংমারি আলু বাড়ি গ্রামে এ দূরঘটনা ঘটে। মৃত: নূর হোসেন উপজেলার চেংমারি আলু বাড়ি এলাকার আমিরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নূর হোসেন তার বাড়ির পাশে ধানের ক্ষেতে পানি দেওয়ার জন্য তার নিজস্ব শ্যালো মেশিনটি চালু করতে যায়। এ সময় মেশিনের একটি যন্ত্র ছিটকে নূর ইসলামের মাথার লাগার সাথে সাথেই মাথা ফেটে যায়। এতে তার মাথার খুলি মারাত্মকভাবে ক্ষত হয়ে রক্তপাত হতে থাকে।পরে স্থানীয়রা উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করেন।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা জানান,শ্যালো মেশিন চালু করতে গিয়ে মেশিনের একটি যন্ত্র ছিটকে মাথা ফেটে কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় জেলা এডিএম এর অনুমতি সাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।