মাসুদ রানা, মোংলা প্রতিনিধি:
রাতভর ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে সুন্দরবন সংলগ্ন মোংলা উপকূলের জনজীবন। বুধবার রাত থেকে শুরু হওয়া মুষলধরে বৃষ্টি অব্যাহত ছিল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত।
এতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়ে বেড়েছে মানুষের দূর্ভোগ। ভারী বৃষ্টিতে বিঘ্নিত হচ্ছে বন্দরে অবস্থানরত খাদ্যবাহীসহ দেশ-বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠা-নামা কাজ। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন বন্দরের আমদানী-রপ্তানীকারক ব্যবসায়ীরা।
বৃষ্টি অব্যাহত থাকায় বৃহস্পতিবার সকালে অফিসগামী এবং নানা প্রয়োজনে বের হওয়া লোকজনকে দেখা গেছে নানা দূর্ভোগ পোহাতে।