সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ –জামান বলেছেন, দেশে একটি ক্রান্তিকাল চলছে। এ অবস্থায় দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। এ সরকার এখন থেকে দেশ পরিচালনা করবে। আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যে বঙ্গভবনে যাব। আমাদের ওপর আস্থা রাখেন। আমরা সব হত্যাকাণ্ডের বিচার করব।
আজ সোমবার (৫ আগস্ট) বেলা ৩টা ৫২ মিনিটের দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সেনাবাহিনীর প্রধান এসব কথা বলেন।
দেশবাসীকে শান্ত থাকা ও সহযোগিতা করার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর দেশ প্রতিষ্ঠা করবো। সব ধরনের সংঘাত পরিহার করে সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
সেনাপ্রধান বলেন, মানুষ মারা যাচ্ছে, সম্পদ নষ্ট হচ্ছে। আমরা এটা আর চাই না। আমরা সকলে মিলেই সুন্দর দেশ প্রতিষ্ঠা করবো। আমাদের ওপর আস্থা ও বিশ্বাস রাখুন।
আরো পড়ুন : দেশ ছেড়ে পালালেন শেখ হাসিনা ও শেখ রেহানা