মো.আমিরুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতাকর্মী ও কাদিয়ানীদের বাড়িঘরে তৃতীয় শক্তি কর্তৃক অগ্নি সংযোগ, ভাংচুর, লুট করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
মঙ্গলবার (৬ আগস্ট)দুপুরে জজ কোর্ট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে,শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের শেরেবাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করে তারা।
সমাবেশে যোগ দিয়ে বক্তব্য দেন, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বীর নেতৃত্বে মোকাদ্দেসুর রহমান সানসহ আরো কয়েকজন সমন্বয়ক বক্তব্য দেন।
শিক্ষার্থীরা বলেন, সোমবার অনেক দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গায় নানা ধরনের সুবিধা নিয়েছে। কাদিয়ানীদের একটা সমস্যা আছে। সেখানেও তারা হামলা করেছে। আমরা এলাকা ভিত্তিক উপকমিটি করেছি তারা এ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে রুখে দাড়াবে।
পুলিশ সুপার বলেন, আপনারা পুলিশকে সহযোগিতা করবেন সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। বাংলাদেশ পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা তারা সবাই পেশাদারিত্বের সাথে কাজ করে। পঞ্চগড়ের প্রশাসনের যে ভিশন ও মিশন, দর্শন সেটা সারা বাংলাদেশের জন্য অনুকরণীয়। আপনারা যে যেখানে আছেন সেখান থেকে যার যার অবস্থান থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য চেষ্টা করবেন।আমাদের উদ্দেশ্যই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা।
এর আগে সোমবার সরকার পতনের খবর পাওয়ার পর জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর,দোকানসহ বিভিন্ন স্থাপনায় অগ্নি সংযোগ,ভাংচুর ও লুট করে বিক্ষুব্ধ জনতা।
আরো পড়ুন : পঞ্চগড়ে সাধারণ ছাত্রদের কোটা বিরোধী মিছিল