ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আগামীকাল শপথ, ড. ইউনূসকে সর্বাত্মক সহযোগিতা করব : সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপেদষ্টা হিসেবে আমরা সর্বসম্মতভাবে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত করেছি। আগামীকালই তিনি দেশে ফিরবেন। আমরা সবাই মিলে ড. ইউনূসকে সর্বাত্মক সহযোগিতা করবো। আমরা আশা করছি তিনি তাঁর দক্ষতা ও সক্ষমতা দিয়ে দেশে একটি সুষ্ঠু, সুন্দর, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারবেন। সহযোগিতা করলে আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ ও সমাজ গঠন করতে পারবো।

আজ বুধবার (৭ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেনাপ্রধান। এসময় তিনি সবাইকে নিজ নিজ দায়িত্বে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখারও আহ্বান জানান।

এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে যারা ভাঙচুর ও অন্যান্য অপরাধে জড়িয়েছে আমরা তাদের আইনের আওতায় আনবো। খুব অল্প সময়ের মধ্যেই দেশের পরিস্থিতি আমরা স্বাভাবিক করতে পেরেছি। আমাদের পুলিশ একটি বিশাল বাহিনী। তাদের কার্যক্রম পুরোপুরি শুরু হলে সবকিছুই আরও সুন্দর হবে। এসময়ে আমাদের ছাত্ররা সহযোগিতা করছে। তারা নিজেরাই দেশের ট্রাফিক ব্যবস্থাসহ জনশৃঙ্খলা রক্ষায় বলিষ্ট দায়িত্ব পালন করে চলেছে।

আরো পড়ুন : প্রতিহিংসা নয়, ভালোবাসায় নতুন বাংলাদেশ গড়তে হবে : খালেদা জিয়া

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আগামীকাল শপথ, ড. ইউনূসকে সর্বাত্মক সহযোগিতা করব : সেনাপ্রধান

আপডেট সময় ০৭:২১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপেদষ্টা হিসেবে আমরা সর্বসম্মতভাবে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত করেছি। আগামীকালই তিনি দেশে ফিরবেন। আমরা সবাই মিলে ড. ইউনূসকে সর্বাত্মক সহযোগিতা করবো। আমরা আশা করছি তিনি তাঁর দক্ষতা ও সক্ষমতা দিয়ে দেশে একটি সুষ্ঠু, সুন্দর, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারবেন। সহযোগিতা করলে আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ ও সমাজ গঠন করতে পারবো।

আজ বুধবার (৭ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেনাপ্রধান। এসময় তিনি সবাইকে নিজ নিজ দায়িত্বে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখারও আহ্বান জানান।

এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে যারা ভাঙচুর ও অন্যান্য অপরাধে জড়িয়েছে আমরা তাদের আইনের আওতায় আনবো। খুব অল্প সময়ের মধ্যেই দেশের পরিস্থিতি আমরা স্বাভাবিক করতে পেরেছি। আমাদের পুলিশ একটি বিশাল বাহিনী। তাদের কার্যক্রম পুরোপুরি শুরু হলে সবকিছুই আরও সুন্দর হবে। এসময়ে আমাদের ছাত্ররা সহযোগিতা করছে। তারা নিজেরাই দেশের ট্রাফিক ব্যবস্থাসহ জনশৃঙ্খলা রক্ষায় বলিষ্ট দায়িত্ব পালন করে চলেছে।

আরো পড়ুন : প্রতিহিংসা নয়, ভালোবাসায় নতুন বাংলাদেশ গড়তে হবে : খালেদা জিয়া