ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিপদে পড়লে মোংলা সহ নৌবাহিনীর কন্টিনজেন্টের ফোন নম্বরে ফোন করার অনুরোধ

মোংলা প্রতিনিধিঃ
দেশের বর্তমান পরিস্থিতিতে সর্বসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নৌবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। কেউ যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড, লুটতরাজ, ভাঙচুর, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ নৌবাহিনী ক্যাম্পে যোগাযোগ করুন। এ ক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

বৃহস্পতিবার (৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

নৌবাহিনীর কন্টিনজেন্টের সহায়তা প্রাপ্তির জন্যে নিম্নলিখিত নম্বরসমূহে যোগাযোগ করুন—

ঢাকা বিভাগ
• ঢাকা নৌ কমান্ড ডিউটি অফিসার: ০১৭৬৯৭০২৮৬৫• ঢাকা নৌ কমান্ড অপসরুম: ০১৭৬৯৭০২৫১৯ • ঢাকা নৌ কমান্ড স্টাফ অফিসার (অপারেশন্স): ০১৭৬৯৭০২৫০৭• ঢাকা নৌ কমান্ড চিফ স্টাফ অফিসার: ০১৭৬৯৭০২৫০৪ • ঢাকা সেনানিবাস নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭০২৬০৩• শাহীনবাগ, ইস্কাটন ডিউটি অফিসার: ০১৭৬৯৭০২৬৯০• খিলক্ষেত ডিউটি অফিসার: ০১৭৬৯৭১৪৩০৩ • পাগলা (নারায়ণগঞ্জ) ডিউটি অফিসার: ০১৭৬৯৭১৪৩৩১, ০১৭৬৯৭২৬৪১০

চট্টগ্রাম বিভাগ
• টাইগারপাস: ০১৭৬৯৭২৬৩১৬, • চট্টগ্রাম বন্দর: ০১৭৬৯৭২৬৬০১• কর্ণফুলি টানেল: ০১৭৬৯৭২৬৭৩১, • বোট ক্লাব: ০১৭৬৯৭২৬৪৮০ • লাভ লেইন: ০১৭৬৯৭২৬২৬৭ • হাতিয়া: ০১৭৬৯৭৬২০৭৯• সন্দ্বীপ: ০১৭৬৯৭২২৪৬০ • মহেশখালি: ০১৭৬৯৭২৬২৮১• সেন্টমার্টিন: ০১৭৬৯৭২৪০২০

খুলনা ও বরিশাল বিভাগ
• খুলনা নৌবাহিনী অপসরুম: ০১৭৬৯৭৮৪১৪০• খুলনা নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭৮১১১১• বরগুনা নৌবাহিনী অপসরুম: ০১৭৬৯৭৮১০১৯• বরগুনা নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭৮১০১৮• ভোলা নৌবাহিনী অপসরুম: ০১৭৬৯৮৪৪০০০• ভোলা নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭৯৬২২৭• মোংলা নৌবাহিনী অপসরুম: ০১৭৮৩৪০১৫৪৯• মোংলা নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭৮৪৫৫৩

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিপদে পড়লে মোংলা সহ নৌবাহিনীর কন্টিনজেন্টের ফোন নম্বরে ফোন করার অনুরোধ

আপডেট সময় ১০:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪

মোংলা প্রতিনিধিঃ
দেশের বর্তমান পরিস্থিতিতে সর্বসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নৌবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। কেউ যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড, লুটতরাজ, ভাঙচুর, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ নৌবাহিনী ক্যাম্পে যোগাযোগ করুন। এ ক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

বৃহস্পতিবার (৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

নৌবাহিনীর কন্টিনজেন্টের সহায়তা প্রাপ্তির জন্যে নিম্নলিখিত নম্বরসমূহে যোগাযোগ করুন—

ঢাকা বিভাগ
• ঢাকা নৌ কমান্ড ডিউটি অফিসার: ০১৭৬৯৭০২৮৬৫• ঢাকা নৌ কমান্ড অপসরুম: ০১৭৬৯৭০২৫১৯ • ঢাকা নৌ কমান্ড স্টাফ অফিসার (অপারেশন্স): ০১৭৬৯৭০২৫০৭• ঢাকা নৌ কমান্ড চিফ স্টাফ অফিসার: ০১৭৬৯৭০২৫০৪ • ঢাকা সেনানিবাস নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭০২৬০৩• শাহীনবাগ, ইস্কাটন ডিউটি অফিসার: ০১৭৬৯৭০২৬৯০• খিলক্ষেত ডিউটি অফিসার: ০১৭৬৯৭১৪৩০৩ • পাগলা (নারায়ণগঞ্জ) ডিউটি অফিসার: ০১৭৬৯৭১৪৩৩১, ০১৭৬৯৭২৬৪১০

চট্টগ্রাম বিভাগ
• টাইগারপাস: ০১৭৬৯৭২৬৩১৬, • চট্টগ্রাম বন্দর: ০১৭৬৯৭২৬৬০১• কর্ণফুলি টানেল: ০১৭৬৯৭২৬৭৩১, • বোট ক্লাব: ০১৭৬৯৭২৬৪৮০ • লাভ লেইন: ০১৭৬৯৭২৬২৬৭ • হাতিয়া: ০১৭৬৯৭৬২০৭৯• সন্দ্বীপ: ০১৭৬৯৭২২৪৬০ • মহেশখালি: ০১৭৬৯৭২৬২৮১• সেন্টমার্টিন: ০১৭৬৯৭২৪০২০

খুলনা ও বরিশাল বিভাগ
• খুলনা নৌবাহিনী অপসরুম: ০১৭৬৯৭৮৪১৪০• খুলনা নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭৮১১১১• বরগুনা নৌবাহিনী অপসরুম: ০১৭৬৯৭৮১০১৯• বরগুনা নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭৮১০১৮• ভোলা নৌবাহিনী অপসরুম: ০১৭৬৯৮৪৪০০০• ভোলা নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭৯৬২২৭• মোংলা নৌবাহিনী অপসরুম: ০১৭৮৩৪০১৫৪৯• মোংলা নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭৮৪৫৫৩