এইচএম ফারুক, স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শান্তি সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে। ছাত্র জনতাসহ সকল শহীদদের রক্তের বিনিময়ে ঐতিহাসিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ও গণবিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার শাসনের অবসান ঘটিয়ে অর্জিত নতুন স্বাধীন বাংলাদেশে ” বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে’র স্বপ্নবাজ তরুনদের স্বপ্ন সাম্য, ন্যায় ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এবং চলমান পরিস্থিতিতে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রতি ফিরিয়ে আনতে সরকার, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করাই জামায়াতের মূল উদ্দেশ্যে।
আজ (১০আগষ্ট) শনিবার সকাল ১১টায় তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ পৌরশাখার আয়োজনে শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আবু বক্কর।
শান্তি সমাবেশে প্রধান অতিথীর বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা নায়েবী আমীর অধ্যাপক মাওলানা আব্দুস সালাম।
আরো বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা জামায়াতের আমীর খ, ম, সাকলাইন,নায়েবে আমীর মাওলানা মোক্তার হোসাইন, সাধারণ সম্পাদক শাজাহান আলী,সিরাজগঞ্জ কোর্ট শাখার সভাপতি এডভোকেট তাজুল ইসলাম,তাড়াশ পৌর শাখার সভাপতি কাওসার হাবিব বারুহাস ইউনিয়ন সভাপতি গোলাম কিবরিয়া,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াহিয়া সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ।
সভায় বক্তরা বলেন, বিজয়ের পর বিজয়ের আনন্দকে ধরে রাখতে কারোর উপর কোনো প্রতিশোধ না নিতে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়।