দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের মামলা থেকে খালাস পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
একই মামলায় গ্রামীণ টেলিকমের আরও ১৩ আসামি খালাস পেয়েছেন, যাদের মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমও রয়েছেন।
বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম তাদেরকে খালাস দেন।
দুদকের পক্ষে আসামিদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার প্রেক্ষিতেই খালাসের আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা আমির হোসেন।
গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০২৩ সালের ৩০মে মামলাটি দায়ের করেছিল দুদক।
গত পহেলা ফেব্রুয়ারি ওই মামলায় ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান। এরপর গত ১২ই জুন চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিল আদালত।
যদিও ড. মুহাম্মদ ইউনূসসহ অভিযুক্তরা শুরু থেকেই নিজেদেরকে নির্দোষ দাবি করে আসছিলেন। হয়রানি করার জন্য তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তারা।
গণআন্দোলনের মুখে সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ই অগাস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন ড. ইউনূস। এর তিনদিনের মাথায় ওই মামলা থেকে সবাইকে খালাস দেওয়া হলো।
এর আগে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের যে সাজা দেয়া হয়েছিল, সেই সাজা গত বুধবার বাতিল করে দেয় আদালত।
আরো পড়ুন : ৬ দিন পর সড়কে ফিরল ট্রাফিক পুলিশ