মজিবর রহমান,পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সৌদি প্রবাসী ইদ্রিস হাওলাদারের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।রোববার (১১ আগষ্ট) দিবাগত রাতে দেবীপুর গ্রামে এ ডাকাতি সংঘটিত হয়।
জানা গেছে,মিরুখালী ইউনিয়নের দেবীপুর গ্রামের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য সোবাহান হাওলাদারের ছেলে সৌদি প্রবাসী ইদ্রিস হাওলাদারের ঘরে রোববার দিবাগত রাত দেড় টার সময় ১০/১২ জনের সশস্ত্র ডাকাতদল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘরের সিদঁ কেটে ভিতরে ঢুকে গৃহকর্তা সোবাহান হাওলাদার ও তার ছেলে সৌদি প্রবাসী ইদ্রিস হাওলাদার সহ পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ এক লক্ষ টাকা, গলার ও কানের প্রায় দুই ভরি স্বর্ণালংকার, বিমানের টিকিট নিয়ে যায়।
সৌদি প্রবাসী ইদ্রিস হাওলাদার ডাকাতির বিষয়টি স্থানীয় থানা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অবহিত করেছেন।