মোঃ ইউসুফ আলী; আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আওয়ামী লীগ পন্থী নেতা ও কিছু হিন্দু সম্প্রদায়ের বাড়ীঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর এবং অগ্নি সংযোগ করার খবর পাওয়া গেছে ।
গত ৫ আগস্ট সরকার পতনের পর পুলিশ বাহিনী ১১ দফা দাবী নিয়ে কর্মবিরতি কর্মসুচি পালন করে। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মুখ থুবরে পড়ে। আইন-শৃঙ্খলা ব্যবস্থা ভেঙ্গে পড়া ও সরকার পতনের সুযোগ নিয়ে কিছু সুযোগ সন্ধানী দুর্বৃত্ত বিভিন্ন বাসা-বাড়ী,প্রতিষ্ঠান ও স্থাপনায় লুটপাটের পর অগ্নিসংযোগ করে ভূস্মিভুত করেছে।
উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষের অফিস কক্ষ সহ কক্ষে থাকা যাবতীয় কাগজপত্র সহ সরঞ্জামাদী জ¦ালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এমনকি অধ্যক্ষ গোলাম মোস্তফা’র গ্রামের বাড়ীতে গিয়ে বাড়ীর যাবতীয় মালামালে অগ্নি সংযোগ করে ভূষ্মিভুত করেছে। দুর্বৃত্তরা বলরামপুর ইউনিয়ন পরিষদের ভিতরে প্রবেশ করে মূল্যবান কাগজপত্র সহ অন্যান্য সরঞ্জামাদী ভাঙচুর করেছে।
বলরামপুর ইউনিয়নের বটতলী এলাকার মালেক , সুজন মেম্বার সহ আরো কয়েকজনের ঘরবাড়ী ও দোকানপাটে আগুন দিয়ে সর্বশান্ত করেছে দুর্বৃত্তরা। রাধানগর ইউনিয়নের এ.কে.এম মজিবর রহমান মজনু’র বাড়িতেও তান্ডব চালিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে এবং আসবাবপত্রে ভেঙ্গেচুরে আগুন দিয়ে জ¦ালিয়ে দিয়েছে।
আলোয়াখোয়া ইউনিয়নের রাধাকৃষ্ণ মাকের্টের কয়েকটি দোকান , পাল্টাপাড়া বাজারের প্রদীপের হোটেল,মোলানী গ্রামে কয়েকজনের বাড়ীতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। ধামোর , তোড়িয়া ও মির্জাপুর ইউনিয়নেও দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে জানাগেছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিছুর রহমান ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর বাড়ী বাড়ী গিয়ে পরিদর্শন করছেন এবং সমবেদনা জানাচ্ছেন। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে বলেছেন, পুলিশ কর্মবিরতি কর্মসুচি পালন করার কারণে দুর্বৃত্তরা লুটপাট করার সাহস পেয়েছে। পুলিশ বর্তমানে তাদের কর্মে ফিরে গেছে। দুষ্কৃতি যেই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আসতে হবে। সন্ত্রসীদের বিচার হবে। তিনি ক্ষতিগ্রস্থদের ক্ষতির পরিমানের তালিকা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিবদের কাছে জমা দেওয়ার পরামর্শ দেন।
আরো পড়ুন : আটোয়ারী থানার স্বাভাবিক কার্যক্রম ফেরাতে থানায় এসপি ও বিজিবি’র সিও