পালিয়ে যাওয়ার সময় রাজধানী সদরঘাট এলাকা থেকে স্বৈরাচার শেখ হাসিনার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও বেসরকারি শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, নিউমার্কেট থানায় করা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। পরে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘হ্যাঁ, আমরা তাদের গ্রেপ্তার করেছি সরদঘাট থেকে। নিউমার্কেট থানায় করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।’
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পরপরই তার মন্ত্রী ও দলের নেতারা আড়ালে চলে যান।
আরো পড়ুন : শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা