ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার

চলমান বার্তা ডেস্ক : সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিনগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজীকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, তা নিশ্চিত করেনি পুলিশ। তবে গত ২০ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় করা অন্তত আটটি হত্যা মামলার আসামি গোলাম দস্তগীর গাজী। মামলাগুলো হলো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শ্রমিক জনি, শফিক মিয়া ও আশিক মিয়া, সিদ্ধিরগঞ্জে গৃহবধূ সুমাইয়া আক্তার ও কিশোর হুসাইন, আড়াইহাজারে বিএনপি নেতা বাবুল মিয়া ও শফিকুল ইসলাম শফিক এবং রূপগঞ্জে স্কুলছাত্র রোমান মিয়া হত্যা মামলা।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন জানান, গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল শান্তিনগরে এক আত্মীয়র বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করে। পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

রূপগঞ্জে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশত্যাগের পর আনন্দ মিছিল বের হলে সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায় স্কুলছাত্র রোমান মিয়া। এ ঘটনায় নিহতের খালা রিনা বাদী হয়ে ২১ আগস্ট সকালে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

আরও পড়ুন : দীপু মনিকে ১০ দিনের রিমান্ডের আবেদন

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার

আপডেট সময় ১০:৫৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

চলমান বার্তা ডেস্ক : সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিনগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজীকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, তা নিশ্চিত করেনি পুলিশ। তবে গত ২০ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় করা অন্তত আটটি হত্যা মামলার আসামি গোলাম দস্তগীর গাজী। মামলাগুলো হলো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শ্রমিক জনি, শফিক মিয়া ও আশিক মিয়া, সিদ্ধিরগঞ্জে গৃহবধূ সুমাইয়া আক্তার ও কিশোর হুসাইন, আড়াইহাজারে বিএনপি নেতা বাবুল মিয়া ও শফিকুল ইসলাম শফিক এবং রূপগঞ্জে স্কুলছাত্র রোমান মিয়া হত্যা মামলা।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন জানান, গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল শান্তিনগরে এক আত্মীয়র বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করে। পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

রূপগঞ্জে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশত্যাগের পর আনন্দ মিছিল বের হলে সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায় স্কুলছাত্র রোমান মিয়া। এ ঘটনায় নিহতের খালা রিনা বাদী হয়ে ২১ আগস্ট সকালে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

আরও পড়ুন : দীপু মনিকে ১০ দিনের রিমান্ডের আবেদন