ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে চোরাই পণ্যসহ চারটি ট্রাক জব্দ, আটক ৮

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চোরাই পণ্যসহ চারটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের আন্ত:জেলা চোরচক্রের সদস্য বলছে র‌্যাব।

সোমবার ভোরে নাটোর-বনপাড়া মহাসড়কে উপজেলার ধোপাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

গ্রেপ্তাররা হলেন- উল্লাপাড়া উপজেলার সরাতৈল গ্রামের বাসিন্দা দোকানদার আশরাফুল ইসলাম (৩৫), রায়গঞ্জ উপজেলার বাশুলিয়া গ্রামের হাফিজুল ইসলাম (২১), সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের মিরাজুল ইসলাম (২১), গোডাউনের মালিক ধোপাকান্দি গ্রামের নুর ইসলাম (২৬), জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারের বাসিন্দা ট্রাকচালক ইমরান হোসেন (৩৫), দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ফকিরপাড়ার আলমগীর হোসেন (২৪), পঞ্চগড় সদর উপজেলার ভুজারীপাড়ার খোরশেদ আলম (৩০) এবং একই উপজেলার পশ্চিম মলানী গ্রামের জসিম উদ্দিন (২৪)।

দুপুরে সলঙ্গা থানার হাটিকুমরুলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা ইলিয়াস খান বলেন, “ধোপাকান্দিতে ৩৯১ কেজি চোরাই রড বিক্রির সময় নুর ইসলাম, জসিম ও খোরশেদ এবং একই এলাকায় আশরাফুলের দোকানে সরকারি খাদ্যগুদামের ছয় বস্তা চাল ও গম বিক্রির সময় ইমরান, আলমগীর ও আশরাফুলকে আটক করা হয়।

“এ ছাড়া ৯০ কেজি কয়লা কেনাবেচার সময় হাফিজুল ও মিরাজুলকে আটক করা হয়। আটকদের কাছ ৮৪ হাজার ৪০০ টাকা ও চোরাই কাজে ব্যবহৃত চারটি ট্রাক জব্দ করা হয়েছে।”

আটকরা দীর্ঘদিন ধরে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন পণ্য দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে এনে ধোপাকান্দি এলাকায় বিক্রি করে আসছিল বলে জানান র‌্যাব কমান্ডার ইলিয়াস খান।

এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দিয়ে বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সিরাজগঞ্জে চোরাই পণ্যসহ চারটি ট্রাক জব্দ, আটক ৮

আপডেট সময় ১২:৪৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চোরাই পণ্যসহ চারটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের আন্ত:জেলা চোরচক্রের সদস্য বলছে র‌্যাব।

সোমবার ভোরে নাটোর-বনপাড়া মহাসড়কে উপজেলার ধোপাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

গ্রেপ্তাররা হলেন- উল্লাপাড়া উপজেলার সরাতৈল গ্রামের বাসিন্দা দোকানদার আশরাফুল ইসলাম (৩৫), রায়গঞ্জ উপজেলার বাশুলিয়া গ্রামের হাফিজুল ইসলাম (২১), সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের মিরাজুল ইসলাম (২১), গোডাউনের মালিক ধোপাকান্দি গ্রামের নুর ইসলাম (২৬), জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারের বাসিন্দা ট্রাকচালক ইমরান হোসেন (৩৫), দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ফকিরপাড়ার আলমগীর হোসেন (২৪), পঞ্চগড় সদর উপজেলার ভুজারীপাড়ার খোরশেদ আলম (৩০) এবং একই উপজেলার পশ্চিম মলানী গ্রামের জসিম উদ্দিন (২৪)।

দুপুরে সলঙ্গা থানার হাটিকুমরুলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা ইলিয়াস খান বলেন, “ধোপাকান্দিতে ৩৯১ কেজি চোরাই রড বিক্রির সময় নুর ইসলাম, জসিম ও খোরশেদ এবং একই এলাকায় আশরাফুলের দোকানে সরকারি খাদ্যগুদামের ছয় বস্তা চাল ও গম বিক্রির সময় ইমরান, আলমগীর ও আশরাফুলকে আটক করা হয়।

“এ ছাড়া ৯০ কেজি কয়লা কেনাবেচার সময় হাফিজুল ও মিরাজুলকে আটক করা হয়। আটকদের কাছ ৮৪ হাজার ৪০০ টাকা ও চোরাই কাজে ব্যবহৃত চারটি ট্রাক জব্দ করা হয়েছে।”

আটকরা দীর্ঘদিন ধরে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন পণ্য দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে এনে ধোপাকান্দি এলাকায় বিক্রি করে আসছিল বলে জানান র‌্যাব কমান্ডার ইলিয়াস খান।

এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দিয়ে বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।