গণঅধিকার পরিষদের নিবন্ধন পাওয়ায় কিশোরগঞ্জের ভৈরবে আনন্দ মিছিল করেন দলের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা।
আনন্দ মিছিলে অংশ গ্রহন করেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা ও জনসাধারণ । গণঅধিকার পরিষদের শামসুল হক মামুন তার বক্তব্যে বলেন আমার প্রিয় নেতা নুরুল হক নুর ও রাশেদ খান বিগত আওয়ামী স্বৈরশাসকের সাথে আপোষ না করার কারণে, আমাদের দলের নিবন্ধন পাওয়ার সকল যোগ্যতা থাকার পরে ও তৎকালীন সময়ে সিইসি নিবন্ধন দেয়া দেয়নি।
আরো বলেন ১৮ কোটা আন্দোলনের বিপ্লবী নেতা ,ছাত্রজনতার ২৪ এর গণঅভ্যুত্থানে যার অবদান অনস্বীকার্য, আমাদের নেতা নুরুল হক নুরু যার হাতে প্রতিষ্ঠিত এই সংগঠন তার নেতৃত্বেই নির্বাচন কমিশন ২রা সেপ্টেম্বর ২০২৪ ট্রাক মার্কা প্রতীক সহ নিবন্ধন দেয় গণধিকার পরিষদ কে । সে উপলক্ষে আজ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচির মাধ্যমে আমরা উদযাপন করছি।
এই অর্জন বহু ত্যাগ তিতিক্ষার ফসল,এই সফলতা আমরা ধরে রাখতে চাই। সেই সাথে গণআধিকার পরিষদ সবসময়ই মানুষের ন্যায্য অধিকার নিয়ে কথা বলেছে জনগণের জন্য লড়াই সংগ্রাম করেছে। মানুষের অধিকার আদায়ে এ সংগ্রাম অব্যাহত থাকবে ।
এসময় দলের অন্যান নেতা কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ নবী হোসেন,মোঃ অন্তর মিয়া,মোঃমেরাজ মিয়া,এ আর মোক্তার হোসেন,রাকিব হোসাইন প্রমূখ। আনন্দ মিছিল শেষে জনগণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।