ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
স্থবির পাবলিক বিশ্ববিদ্যালয়; শিক্ষাক্রম শুরু হবে কবে? ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে : হিজবুল্লাহ প্রধান অর্থনৈতিক সংস্কারে সাহায্য করতে প্রস্তুুত বিশ্বব্যাংক ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে ৬ সংস্কার কমিশন : আইন উপদেষ্টা সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ ৫ জনের নামে মামলা সাড়ে ৯ লাখ টাকার জুতা পরেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান মেগা প্রজেক্টের নামে দেশটাকে শেষ করে দিয়েছে শেখ হাসিনা সরকার : বিএনপি মহাসচিব জার্মানিতে ব্যাটারিচালিত ট্রেনের যুগে টেসলার অভিষেক সেনাবাহিনীকে সবখানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হবে না: ফখরুল অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাইলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান

নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্যাংকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৪৮ জন নিহত

নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্যাংকারের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিস্ফোরণ হলে কমপক্ষে ৪৮ জনের প্রাণহানি ঘটেছে। রোববার (৮ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। দেশটির জরুরি পরিষেবা সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এপির।

নাইজার রাজ্যের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মহাপরিচালক আবদুল্লাহি বাবা-আরব বলেন, ট্রাকটি নাইজার রাজ্যের উত্তর-মধ্যাঞ্চলের আগাই এলাকায় যাত্রী ও গবাদি পশু নিয়ে যাচ্ছিল। জ্বালানি ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের পর বিস্ফোরণ হলে ট্রাকে থাকা বহু যাত্রী এবং অন্তত ৫০টি পশু দগ্ধ হয়ে মারা যায়।

দুর্ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন বাবা-আরব। প্রাথমিকভাবে তিনি জানান, ৩০ জনের মরদেহ পাওয়া গেছে। পরে এক বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণের কারণে পুড়ে যাওয়া আরও ১৮ জনের মরদেহ পাওয়া গেছে।

নিহতদের গণকবর দেওয়া হয়েছে বলেও জানান বাবা-আরব।

নাইজার রাজ্যের গভর্নর মোহাম্মদ বাগো বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের শান্ত থাকতে এবং সড়কটি ব্যবহারকারীদের জানমালের সুরক্ষার জন্য সর্বদা সতর্ক এবং ট্রাফিক নিয়ম মেনে চলতে বলা হয়েছে।

কার্গো পরিবহণের জন্য যথাযথ রেলওয়ে ব্যবস্থা না থাকায় আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার বেশিরভাগ প্রধান সড়কে প্রায়ই মারাত্মক ট্রাক দুর্ঘটনা ঘটে থাকে। নাইজেরিয়ার ফেডারেল রোড সেফটি কর্পসের তথ্য অনুসারে, শুধু ২০২০ সালে এক হাজার ৫৩১টি পেট্রোল ট্যাংকার দুর্ঘটনার ফলে ৫৩৫ জনের প্রাণহানি এবং এক হাজার ১৪২ জন আহত হয়েছে।

আরো পড়ুন : বাংলাদেশি পর্যটক না আসায় কলকাতার ব্যবসায় ধ্বস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্যাংকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৪৮ জন নিহত

আপডেট সময় ১১:৪৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্যাংকারের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিস্ফোরণ হলে কমপক্ষে ৪৮ জনের প্রাণহানি ঘটেছে। রোববার (৮ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। দেশটির জরুরি পরিষেবা সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এপির।

নাইজার রাজ্যের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মহাপরিচালক আবদুল্লাহি বাবা-আরব বলেন, ট্রাকটি নাইজার রাজ্যের উত্তর-মধ্যাঞ্চলের আগাই এলাকায় যাত্রী ও গবাদি পশু নিয়ে যাচ্ছিল। জ্বালানি ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের পর বিস্ফোরণ হলে ট্রাকে থাকা বহু যাত্রী এবং অন্তত ৫০টি পশু দগ্ধ হয়ে মারা যায়।

দুর্ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন বাবা-আরব। প্রাথমিকভাবে তিনি জানান, ৩০ জনের মরদেহ পাওয়া গেছে। পরে এক বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণের কারণে পুড়ে যাওয়া আরও ১৮ জনের মরদেহ পাওয়া গেছে।

নিহতদের গণকবর দেওয়া হয়েছে বলেও জানান বাবা-আরব।

নাইজার রাজ্যের গভর্নর মোহাম্মদ বাগো বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের শান্ত থাকতে এবং সড়কটি ব্যবহারকারীদের জানমালের সুরক্ষার জন্য সর্বদা সতর্ক এবং ট্রাফিক নিয়ম মেনে চলতে বলা হয়েছে।

কার্গো পরিবহণের জন্য যথাযথ রেলওয়ে ব্যবস্থা না থাকায় আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার বেশিরভাগ প্রধান সড়কে প্রায়ই মারাত্মক ট্রাক দুর্ঘটনা ঘটে থাকে। নাইজেরিয়ার ফেডারেল রোড সেফটি কর্পসের তথ্য অনুসারে, শুধু ২০২০ সালে এক হাজার ৫৩১টি পেট্রোল ট্যাংকার দুর্ঘটনার ফলে ৫৩৫ জনের প্রাণহানি এবং এক হাজার ১৪২ জন আহত হয়েছে।

আরো পড়ুন : বাংলাদেশি পর্যটক না আসায় কলকাতার ব্যবসায় ধ্বস