বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে ইলন মাস্কের টেসলা বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার শুধু বৈদ্যুতিক গাড়ি নয়, টেসলা তাদের প্রযুক্তির পরিধি বাড়িয়ে তৈরি করেছে বৈদ্যুতিক ট্রেন। এই নতুন ব্যাটারিচালিত ট্রেনটির নাম দেওয়া হয়েছে ‘গিগা ট্রেন’।
ইতিমধ্যেই জার্মানির রাজধানী বার্লিনে টেসলার কর্মীদের পরিবহনের জন্য এই ট্রেনের চলাচল শুরু হয়েছে। নতুন এই পরিবেশবান্ধব ট্রেনটি পরিবহন খাতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।
গিগা ট্রেনটি আনুষ্ঠানিকভাবে গত ৭ আগস্ট থেকে চালু হয় এবং এটি বার্লিন ও ব্র্যান্ডেনবার্গের মধ্যে চলাচল করছে। এই ট্রেনের মাধ্যমে টেসলার কর্মী এবং সাধারণ মানুষ বিনামূল্যে যাতায়াত করতে পারছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রতিটি যাত্রায় ৫০০ যাত্রী পরিবহনের ক্ষমতাসম্পন্ন এই ট্রেনটির কারণে সপ্তাহে ৫০ টন কার্বন ডাই–অক্সাইড নির্গমন হ্রাস পাবে, যা পরিবেশের জন্য এক বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে।
টেসলার মতে, সিমেন্সের মিরিও বি ব্যাটারি-ইলেকট্রিক প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি গিগা ট্রেনটি পরিবহন খাতে প্রচলিত ডিজেলচালিত ট্রেনের কার্যকর বিকল্প হিসেবে কাজ করবে। ভবিষ্যতে শুধু বার্লিন নয়, জার্মানির অন্যান্য শহরেও এই ধরনের বৈদ্যুতিক ট্রেন চালু করা সম্ভব হবে বলে টেসলা আশা করছে।
আরো পড়ুন : আসছে আইফোন ১৬, কি কি নতুনত্ব আনতে পারে?
অ্যাপলের ‘সিরি’-র মতোই গুগলের জন্য আসছে ‘জেমিনি’!
হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে নতুন ফিচার
উপযুক্ত পরিবেশ তৈরিতে সৎ ও যোগ্যদের যুক্ত করা হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা