ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সাপ্তাহিক কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ৩০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ২১ সেপ্টেম্বর দুপুরে রাণীশংকৈল উপজেলার কাতিহার পশুর হাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান।
জানা গেছে, পশুর হাটে সরকারি বিধি মোতাবেক গরু প্রতি ২৩০ টাকা এবং ছাগল প্রতি ৯০ টাকা নেওয়ায় নিয়ম থাকলেও তা উপেক্ষা করে হাট ইজারাদার গরু প্রতি ৩০০ টাকা ও ছাগল প্রতি ১২০ টাকা টোল আদায় করছিলেন।
এ বিষয়ে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টোল আদায় না করে, অতিরিক্ত টোল আদায় ও টোল আদায়ের মূল্য তালিকা না টাঙানোর কারণে কাতিহার হাট ইজারাদার সারোয়ার নূর লিয়নকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে আবারো অতিরিক্ত টোল নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে হাট ইজারাদারের কেউ কথা বলতে রাজি হয়নি ।