কানপুরে খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। এবারই প্রথম ভারতের উত্তর প্রদেশের বাণিজ্যিক রাজধানী শহরটিতে খেলতে যাচ্ছে টাইগাররা। আগামীকাল শুক্রবার কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে দুই ম্যাচের সিরিজের শেষ টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।
চেন্নাইয়ে লাল মাটির পিচে খেলেছিল বাংলাদেশ। এবার কানপুরে ভারতীয়দের আতিথেয়তায় ভিন্ন স্বাদ নেবে টাইগাররা। এই ম্যাচে নাজমুল হোসেন শান্তর দলের জন্য কালো মাটির পিচ তৈরি করেছে ভারত।
নতুন কিছু নয়, কানপুরের পিচ কালো মাটির হওয়াটা ঐতিহ্যগত বৈশিষ্ট্যই। এই ধরনের পিচগুলো সাধারণত নিচু ও ধীরগতির হয়ে থাকে। একইসঙ্গে ব্যাটিং সহায়কও বটে।
বৃষ্টি হলেই গ্রিন পার্কের নামের পিচ হয়ে ওঠে কর্দমাক্ত। আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী সংস্থা আকুওয়েদার জানিয়েছে, প্রথম দুই দিন বেশি বৃষ্টি হতে পারে। অন্য দিনগুলোতে ক্রমান্বয়ে সেটি কমে আসবে। পূর্বাভাসই যদি সত্যি হয়, সেক্ষেত্রে গ্রিন পার্কের নামের পাশে অন্য তকমাও লাগতে পারে।
বাংলাদেশ অভিজ্ঞতাশূন্য হলেও কানপুরের কোনো কিছুই অজানা নয় স্বাগতিক ভারতের। এই ম্যাচে ২৩ ট্স্টে খেলার অভিজ্ঞতা আছে ম্যান ইন ব্লুজদের। এসব ম্যাচে মাত্র ৩টিতে হেরেছে ভারত। তবে জয়ের সংখ্যাটি খুব বড় নয়, ৭টি। বাকি ১৩ টেস্ট হয়েছে ড্র।
আরো পড়ুন :