ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনন্ত শ্রাবণ

পৃথিবীর প্রথম বৃষ্টিধারা দশ লক্ষ বছর ধরে আবার ঝরুক
সৃষ্টির সাড়ে তিনশ বছর পর অবিশ্রান্ত হোক
রক্তের পাহাড় ধুয়ে দিতে
দশ হাজার বছর পর
পুনরাবৃত্তি হবে
স্বচ্ছ শুদ্ধতম জলধারা জীবাণুবিহীন তৃণহীন এ্যামিবারহিত
অমার্জিত দূষিত কলুস হিংস্র
হত্যার বিরুদ্ধে অসীম প্লাবনক্ষম জলধারা প্রাণান্ত হোক
এবং মানবের অগ্নিগর্ভ বিমূর্ত স্তোস্ত্র
সমূহ শূন্যতা আর অন্ত্রের রিক্ত চিৎকার
হৃদয়ের ভগ্ন হাহাকার
মননবৃক্ষের ঝরে যাওয়া পাতা
জলধারা জন্মদিক সহস্র জলধি
যেন ভূমিষ্ঠ না হয় শিশু
আকাশের তারা হাত না বুলায় তার শিরোদেশে
সমুদ্র চড়ে না বসে কাঁধে
জমিন জল পশুপাখি
উঠে না বসে নূহের মাথায়
মানুষ উর্ধ্বে থাক
আদম অবতরণের স্থান মাটি শূন্য হোক
হাওয়া হোক বাতাসে বিলীন
আর এ জগৎ প্রাণ অপ্রাণের সীমান্ত
এতো রক্ত এতো মৃত্যু জননীর এতো অশ্রুজল
বৃথা গেলে পৃথিবী হোক প্রাণশূন্য
অনন্ত শ্রাবণ

আরো পড়ুন : অতুল্য গুণাধিকারী নবী স.

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রফেসর ড. এম জুবায়দুর রহমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অনন্ত শ্রাবণ

আপডেট সময় ০১:২৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

পৃথিবীর প্রথম বৃষ্টিধারা দশ লক্ষ বছর ধরে আবার ঝরুক
সৃষ্টির সাড়ে তিনশ বছর পর অবিশ্রান্ত হোক
রক্তের পাহাড় ধুয়ে দিতে
দশ হাজার বছর পর
পুনরাবৃত্তি হবে
স্বচ্ছ শুদ্ধতম জলধারা জীবাণুবিহীন তৃণহীন এ্যামিবারহিত
অমার্জিত দূষিত কলুস হিংস্র
হত্যার বিরুদ্ধে অসীম প্লাবনক্ষম জলধারা প্রাণান্ত হোক
এবং মানবের অগ্নিগর্ভ বিমূর্ত স্তোস্ত্র
সমূহ শূন্যতা আর অন্ত্রের রিক্ত চিৎকার
হৃদয়ের ভগ্ন হাহাকার
মননবৃক্ষের ঝরে যাওয়া পাতা
জলধারা জন্মদিক সহস্র জলধি
যেন ভূমিষ্ঠ না হয় শিশু
আকাশের তারা হাত না বুলায় তার শিরোদেশে
সমুদ্র চড়ে না বসে কাঁধে
জমিন জল পশুপাখি
উঠে না বসে নূহের মাথায়
মানুষ উর্ধ্বে থাক
আদম অবতরণের স্থান মাটি শূন্য হোক
হাওয়া হোক বাতাসে বিলীন
আর এ জগৎ প্রাণ অপ্রাণের সীমান্ত
এতো রক্ত এতো মৃত্যু জননীর এতো অশ্রুজল
বৃথা গেলে পৃথিবী হোক প্রাণশূন্য
অনন্ত শ্রাবণ

আরো পড়ুন : অতুল্য গুণাধিকারী নবী স.