পঞ্চগড় সদর উপজেলার সকল পূজামন্ডপে সিসি ক্যামেরা বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর)দুপুরে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরিষদের হলরুমে বিতরণী অনুষ্ঠান হয়।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
তিনি বলেন-শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলার সকল পূজামন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে।কোথাও কোন অপ্রীতিকর ঘটনা হলে,আমরা যেন অপরাধীকে চিহ্নিত করতে পারি।
জানা যায়,উপজেলার ৫০ টি পূজামন্ডপে ৫০ টি সিসি ক্যামেরা ও ৫০টি মেমোরি কার্ড দেওয়া হয়।
এ সময় সদর উপজেলার সমাজসেবা অফিসার মোছা.লায়লা আরজুমান,উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাসহ পূজামন্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।