ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ঠকে যাওয়ার এ শহর

ঠকে যাওয়ার এ শহর
নাবিলা নূপুর

এ শহর যেন একটা বিচ্ছেদের শহর।
এখানে পূর্ণতা শব্দটি যেন রূপকথা।
এ শহর যেন মন খারাপের শহর,
এখানে ভালো আছি কথাটা
যেন বড্ড বেমানান।
এ শহর যেন ঠকে যাওয়ার শহর,
এখানে বিশ্বাস করাটা যেন
ভয়ঙ্কর অপরাধ।
এ শহর যেন একা থাকার শহর,
এখানে কেউ পাশে থাকবে
ভাবাটাই যেন স্বপ্নের উপসংহার।
ঠকে যাওয়ার এ শহরে চেয়েছিলাম
বিশ্বস্তভরা দুটো হাত,
এ চাওয়া যেন অলীক স্বপ্ন।

আরো পড়ুন : কত কিছুই না ইচ্ছে করে…

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঠকে যাওয়ার এ শহর

আপডেট সময় ১১:২০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪

ঠকে যাওয়ার এ শহর
নাবিলা নূপুর

এ শহর যেন একটা বিচ্ছেদের শহর।
এখানে পূর্ণতা শব্দটি যেন রূপকথা।
এ শহর যেন মন খারাপের শহর,
এখানে ভালো আছি কথাটা
যেন বড্ড বেমানান।
এ শহর যেন ঠকে যাওয়ার শহর,
এখানে বিশ্বাস করাটা যেন
ভয়ঙ্কর অপরাধ।
এ শহর যেন একা থাকার শহর,
এখানে কেউ পাশে থাকবে
ভাবাটাই যেন স্বপ্নের উপসংহার।
ঠকে যাওয়ার এ শহরে চেয়েছিলাম
বিশ্বস্তভরা দুটো হাত,
এ চাওয়া যেন অলীক স্বপ্ন।

আরো পড়ুন : কত কিছুই না ইচ্ছে করে…