ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :

শাহজাদপুরে পার্থ-সারথী বিদ্যাপীঠ গীতা স্কুলের গীতা জয়ন্তী উৎসব

সিরাজগঞ্জের শাহজাদপুরে বুধবার এসো বিনামূল্যে গীতা পড়ি গীতা শিখি,গীতার আলোয় জীবন গড়ি এই প্রতিপাদ্যে শ্রীমদ্ভাগবদ গীতার শুভ আবির্ভাব তিথির শ্রী শ্রী গীতা জয়ন্তী উৎসব ২০২৪ পলিত হয়। স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের শ্লোক পাঠের মাধ্যমে শুরু হয় এবং পবিত্র গীতার ১৮ টি অধ্যায় পাঠ ,ধর্মীয় গান ও নাম কীর্তন এবং মহাপ্রসাদ বিতারনের মধ্যে দিয়ে সমাপ্ত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, তিনি গীতা স্কুলটি সুন্দর ও সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য ৫০ টি ছোট টেবিল উপহার দেন এবং বলেন পরবর্তীতে আরো সার্বিক সহযোগিতা করা হবে বলে আশ্বস্থ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসীম সাহা বানী ও সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত, সহ শাহজাদপুরের সম্মানিত ব্যক্তিবর্গগন।

যুবকদের উদ্যোগে ২০২০ সালে শুরু হয় পার্থ সারথী বিদ্যাপিঠ গীতা স্কুল। এই উদ্যোগ দেখে সমাজের সবাই অভিভূত হয়েছে। এবং তারা বলেন, আমাদের হিন্দু সমাজের এতো পুজা-পার্বন হয় কিন্তু আমাদের ছেলে-মেয়েদের ধর্মীয় শিক্ষার কোন ব্যাবস্থা নেই এই প্রথম যুবক ছেলেদের পার্থ সারথী বিদ্যাপিঠ গীতা স্কুল শুরু করায় আমারা অনেক খুশি আমাদের ছেলে মেয়েরা ধর্মীয় শিক্ষা শিখতে পারছে, জ্ঞ্যান বৃদ্ধি হচ্ছে। আমরা হিন্দু সমাজের সবাই জদি এই পার্থ সারথী বিদ্যাপিঠ গীতা স্কুলকে সহযোগিতার হাত বাড়ীয়ে দেই তাহলে এই গীতা স্কুলটি অনেকদুর এগিয়ে যাবে। এখানে ছোট থেকে বড় ৫০ জন ছাত্র-ছাত্রী আছে এবং আপনার সন্তান কে ধর্মীয় শিক্ষা দিতে পার্থ-সারথি বিদ্যাপীঠে নিয়ে আসার অনুরোধ জানানো হয়, প্রতি শুক্রবার বিকাল ৪ টা হতে ৫ টা পর্যন্ত নিয়মিত ভাবে ধর্মীয় নৈতিক শিক্ষা ও গীতা শিক্ষা পাঠ করানো হয়। পার্থ সারথী বিদ্যাপিঠ গীতা স্কুলে কোন প্রকার কোন চাঁদা ও মাসিক কোন বেতন নেয়া হয় না এখানে সম্পুর্ন বিনামূল্যে এই গীতা স্কুলে গীতা শিক্ষা দেওয়া হয়।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, পার্থ- সারথী বিদ্যাপীঠ গীতা স্কুলের সভাপতি, প্রবীর কুমার সুত্রধর। এবং সঞ্চালনা করেন, সন্তোষ সাহা। এসো বিনামূল্যে গীতা পড়ি গীতা শিখি, গীতার আলোয় জীবন গড়ি। এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে কালাচাঁদপাড়া (দোলভিটা) এর হিন্দু যুবকদের উদ্যোগে ২০২০ সালে শুরু হয় এই পার্থ সারথী বিদ্যাপিঠ গীতা স্কুল।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শাহজাদপুরে পার্থ-সারথী বিদ্যাপীঠ গীতা স্কুলের গীতা জয়ন্তী উৎসব

আপডেট সময় ০১:২৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে বুধবার এসো বিনামূল্যে গীতা পড়ি গীতা শিখি,গীতার আলোয় জীবন গড়ি এই প্রতিপাদ্যে শ্রীমদ্ভাগবদ গীতার শুভ আবির্ভাব তিথির শ্রী শ্রী গীতা জয়ন্তী উৎসব ২০২৪ পলিত হয়। স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের শ্লোক পাঠের মাধ্যমে শুরু হয় এবং পবিত্র গীতার ১৮ টি অধ্যায় পাঠ ,ধর্মীয় গান ও নাম কীর্তন এবং মহাপ্রসাদ বিতারনের মধ্যে দিয়ে সমাপ্ত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, তিনি গীতা স্কুলটি সুন্দর ও সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য ৫০ টি ছোট টেবিল উপহার দেন এবং বলেন পরবর্তীতে আরো সার্বিক সহযোগিতা করা হবে বলে আশ্বস্থ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসীম সাহা বানী ও সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত, সহ শাহজাদপুরের সম্মানিত ব্যক্তিবর্গগন।

যুবকদের উদ্যোগে ২০২০ সালে শুরু হয় পার্থ সারথী বিদ্যাপিঠ গীতা স্কুল। এই উদ্যোগ দেখে সমাজের সবাই অভিভূত হয়েছে। এবং তারা বলেন, আমাদের হিন্দু সমাজের এতো পুজা-পার্বন হয় কিন্তু আমাদের ছেলে-মেয়েদের ধর্মীয় শিক্ষার কোন ব্যাবস্থা নেই এই প্রথম যুবক ছেলেদের পার্থ সারথী বিদ্যাপিঠ গীতা স্কুল শুরু করায় আমারা অনেক খুশি আমাদের ছেলে মেয়েরা ধর্মীয় শিক্ষা শিখতে পারছে, জ্ঞ্যান বৃদ্ধি হচ্ছে। আমরা হিন্দু সমাজের সবাই জদি এই পার্থ সারথী বিদ্যাপিঠ গীতা স্কুলকে সহযোগিতার হাত বাড়ীয়ে দেই তাহলে এই গীতা স্কুলটি অনেকদুর এগিয়ে যাবে। এখানে ছোট থেকে বড় ৫০ জন ছাত্র-ছাত্রী আছে এবং আপনার সন্তান কে ধর্মীয় শিক্ষা দিতে পার্থ-সারথি বিদ্যাপীঠে নিয়ে আসার অনুরোধ জানানো হয়, প্রতি শুক্রবার বিকাল ৪ টা হতে ৫ টা পর্যন্ত নিয়মিত ভাবে ধর্মীয় নৈতিক শিক্ষা ও গীতা শিক্ষা পাঠ করানো হয়। পার্থ সারথী বিদ্যাপিঠ গীতা স্কুলে কোন প্রকার কোন চাঁদা ও মাসিক কোন বেতন নেয়া হয় না এখানে সম্পুর্ন বিনামূল্যে এই গীতা স্কুলে গীতা শিক্ষা দেওয়া হয়।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, পার্থ- সারথী বিদ্যাপীঠ গীতা স্কুলের সভাপতি, প্রবীর কুমার সুত্রধর। এবং সঞ্চালনা করেন, সন্তোষ সাহা। এসো বিনামূল্যে গীতা পড়ি গীতা শিখি, গীতার আলোয় জীবন গড়ি। এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে কালাচাঁদপাড়া (দোলভিটা) এর হিন্দু যুবকদের উদ্যোগে ২০২০ সালে শুরু হয় এই পার্থ সারথী বিদ্যাপিঠ গীতা স্কুল।