ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবন লক্ষ্য একটি ড্রোন হামলা হয়েছে। তবে, সবশেষ খবর অনুযায়ী এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবন লক্ষ্য করে এই হামলা চালায়। আইডিএফ বলেছে, স্থানীয় সময় শনিবার সকালে, ভূমধ্যসাগর উপকূলবর্তী শহর সিজারিয়ায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
সৌদি আরবের সম্প্রচারমাধ্যম চ্যানেল আল-হাদাসকে উদ্ধৃত করে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, এই ড্রোনগুলোর মধ্যে একটি ড্রোন সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে হামলা চালিয়েছিল।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ঘটনার সময় নেতানিয়াহু বা তার স্ত্রী ঘটনাস্থলে কাছে ছিলেন না। এছাড়া এই হামলায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।