ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ২০ হাজার সৈন্য পাঠাতে চায় ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো যুদ্ধ-পরবর্তী যেকোনো শান্তি চুক্তি কার্যকর করার জন্য গাজায় শান্তিরক্ষী হিসেবে কমপক্ষে ২০ হাজার সৈন্য পাঠানোর প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ভাষণ দিতে গিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির প্রেসিডেন্ট এই প্রস্তাব দেন। খবর দ্য জাকার্তা পোস্ট।

প্রাবোও বলেন, তাঁর দেশ এমন একটি শান্তি চায় যা প্রমাণ করবে যে, ‘শক্তি কখনোই সঠিক হতে পারে না।’ তিনি জাতিসংঘের প্রতি তাদের গভীর বিশ্বাসের কথা উল্লেখ করে বলেন, ‘যেখানে শান্তির জন্য অভিভাবকদের প্রয়োজন, সেখানে আমরা কেবল কথার মাধ্যমে নয়, মাটিতে বুট রেখে সেবা চালিয়ে যাব।’

প্রাবোও দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত নেয় তবে ইন্দোনেশিয়া গাজায় শান্তি নিশ্চিত করতে ২০ হাজার বা তারও বেশি সৈন্য মোতায়েন করতে প্রস্তুত। তিনি আরও জানান, ইন্দোনেশিয়া ইউক্রেন, সুদান বা লিবিয়ার মতো অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলেও শান্তিরক্ষী পাঠাতে ইচ্ছুক।

প্রাবোওর এই প্রস্তাব এমন এক সময়ে এলো যখন দুই বছরের ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার যুদ্ধোত্তর পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিকভাবে আলোচনা চলছে। ইসরায়েল বারবার হামাসকে ধ্বংস করার দাবি জানাচ্ছে ও বর্তমানে গাজা শহরের বৃহত্তম নগর কেন্দ্র দখলের চেষ্টা করছে।

এর আগে, ফ্রান্স ও সৌদি আরব সাধারণ পরিষদে একটি প্রস্তাবে যুদ্ধবিরতির অংশ হিসেবে গাজাকে স্থিতিশীল করার জন্য একটি অস্থায়ী আন্তর্জাতিক মিশন স্থাপনের আহ্বান জানিয়েছে।

নোবেল পেতে চাইলে গাজা যুদ্ধ বন্ধ করত হবে : ট্রাম্পকে ম্যাক্রোঁ

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গাজায় ২০ হাজার সৈন্য পাঠাতে চায় ইন্দোনেশিয়া

আপডেট সময় ০৬:৫০:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো যুদ্ধ-পরবর্তী যেকোনো শান্তি চুক্তি কার্যকর করার জন্য গাজায় শান্তিরক্ষী হিসেবে কমপক্ষে ২০ হাজার সৈন্য পাঠানোর প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ভাষণ দিতে গিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির প্রেসিডেন্ট এই প্রস্তাব দেন। খবর দ্য জাকার্তা পোস্ট।

প্রাবোও বলেন, তাঁর দেশ এমন একটি শান্তি চায় যা প্রমাণ করবে যে, ‘শক্তি কখনোই সঠিক হতে পারে না।’ তিনি জাতিসংঘের প্রতি তাদের গভীর বিশ্বাসের কথা উল্লেখ করে বলেন, ‘যেখানে শান্তির জন্য অভিভাবকদের প্রয়োজন, সেখানে আমরা কেবল কথার মাধ্যমে নয়, মাটিতে বুট রেখে সেবা চালিয়ে যাব।’

প্রাবোও দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত নেয় তবে ইন্দোনেশিয়া গাজায় শান্তি নিশ্চিত করতে ২০ হাজার বা তারও বেশি সৈন্য মোতায়েন করতে প্রস্তুত। তিনি আরও জানান, ইন্দোনেশিয়া ইউক্রেন, সুদান বা লিবিয়ার মতো অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলেও শান্তিরক্ষী পাঠাতে ইচ্ছুক।

প্রাবোওর এই প্রস্তাব এমন এক সময়ে এলো যখন দুই বছরের ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার যুদ্ধোত্তর পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিকভাবে আলোচনা চলছে। ইসরায়েল বারবার হামাসকে ধ্বংস করার দাবি জানাচ্ছে ও বর্তমানে গাজা শহরের বৃহত্তম নগর কেন্দ্র দখলের চেষ্টা করছে।

এর আগে, ফ্রান্স ও সৌদি আরব সাধারণ পরিষদে একটি প্রস্তাবে যুদ্ধবিরতির অংশ হিসেবে গাজাকে স্থিতিশীল করার জন্য একটি অস্থায়ী আন্তর্জাতিক মিশন স্থাপনের আহ্বান জানিয়েছে।

নোবেল পেতে চাইলে গাজা যুদ্ধ বন্ধ করত হবে : ট্রাম্পকে ম্যাক্রোঁ