ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আমরা যেন উদাহরণ সৃষ্টি করতে পারি : ড. ইউনূস ভবিষ্যৎ করণীয় নিয়ে যুগপৎ সঙ্গীদের সাথে আলোচনায় বিএনপি হামজার পর এবার আসছেন কানাডার সামিত সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান উপদেষ্টা আসিফের সরকারের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা : গণশিক্ষা উপদেষ্টা পাকিস্তানের কাছেও হার বাংলাদেশের; কঠিন সমীকরণে বিশ্বকাপ ভাগ্য পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপের আলোচনা হাসিনাসহ ১২ জনের নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন মুসলিম সংখ্যলঘুদের নিয়ে বাংলাদেশের বক্তব্য ভারতের প্রত্যাখ্যান সংস্কার ও শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন নয় : গোলাম পরওয়ার

ট্রাম্পের বিরুদ্ধে মামলার তদন্তকারী আইনজীবীরা বরখাস্ত

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলার তদন্তে জড়িত যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক ডজনেরও বেশি আইনজীবীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাক হেনরি তাদের বরখাস্তের ব্যাপারে নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সিবিএস নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। বরখাস্তকৃত এই আইনজীবীরা ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলার তদন্তে জড়িত ছিলেন বলে জানা গেছে।

আইনজীবীরা সাবেক জ্যাক স্মিথের বিশেষ কাউন্সিল দলের সদস্য ছিলেন। যারা ট্রাম্পের গোপন নথিপত্রের ভুল পরিচালনা করেছিলেন। এছাড়া ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের করা কারচুপির অভিযোগ পাল্টে দেওয়ার তদন্ত করেছিলেন।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বরখাস্তকৃত ডজনখানেক কর্মকর্তাদের পাশাপাশি প্রেসিডেন্টের নির্বাহী আদেশ পালন না করার অভিযোগে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের কয়েক ডজন সিনিয়র কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। তবে ছুটিকালীন তাঁরা পূর্ণ বেতন ও অন্য সুবিধা পাবেন।

এদিকে সাবেক মার্কিন অ্যাটর্নি জয়েস ভ্যান্স এনবিসি নিউজকে জানিয়েছেন, যেসব মামলায় তদন্তে থাকার কারণে প্রসিকিউটরদের বরখাস্ত করা হয়েছে, তা একেবারেই অগ্রহণযোগ্য। এটি আইনের শাসন বিরোধী, এটি গণতন্ত্র বিরোধী।

মার্কিন বিচার বিভাগে বেশ কিছু শীর্ষ কর্মকর্তার পুনর্নিয়োগের পর জাতীয় নিরাপত্তা এবং দুর্নীতিসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগে আইনজীবীদের বরখাস্তের এই আদেশ আসে। আদেশের পর সোমবার (২৭ জানুয়ারি) তাদের একজন পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

আইনজীবীদের বরখাস্ত ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও তিনটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে জানা গেছে। এর মধ্যে একটি হলো সামরিক বাহিনীতে থাকা ট্রান্সজেন্ডারদের বিষয়ে সিদ্ধান্ত। এছাড়া কোভিড ভ্যাকসিন না নেওয়ার কারণে যেসব সেনা সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছিল, তাদেরকে পুনর্বহালের বিষয়েও একটি আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্প।

শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্র-কলম্বিয়ার পাল্টাপাল্টি  হুমকি

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আমরা যেন উদাহরণ সৃষ্টি করতে পারি : ড. ইউনূস

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ট্রাম্পের বিরুদ্ধে মামলার তদন্তকারী আইনজীবীরা বরখাস্ত

আপডেট সময় ০৮:৪৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলার তদন্তে জড়িত যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক ডজনেরও বেশি আইনজীবীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাক হেনরি তাদের বরখাস্তের ব্যাপারে নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সিবিএস নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। বরখাস্তকৃত এই আইনজীবীরা ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলার তদন্তে জড়িত ছিলেন বলে জানা গেছে।

আইনজীবীরা সাবেক জ্যাক স্মিথের বিশেষ কাউন্সিল দলের সদস্য ছিলেন। যারা ট্রাম্পের গোপন নথিপত্রের ভুল পরিচালনা করেছিলেন। এছাড়া ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের করা কারচুপির অভিযোগ পাল্টে দেওয়ার তদন্ত করেছিলেন।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বরখাস্তকৃত ডজনখানেক কর্মকর্তাদের পাশাপাশি প্রেসিডেন্টের নির্বাহী আদেশ পালন না করার অভিযোগে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের কয়েক ডজন সিনিয়র কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। তবে ছুটিকালীন তাঁরা পূর্ণ বেতন ও অন্য সুবিধা পাবেন।

এদিকে সাবেক মার্কিন অ্যাটর্নি জয়েস ভ্যান্স এনবিসি নিউজকে জানিয়েছেন, যেসব মামলায় তদন্তে থাকার কারণে প্রসিকিউটরদের বরখাস্ত করা হয়েছে, তা একেবারেই অগ্রহণযোগ্য। এটি আইনের শাসন বিরোধী, এটি গণতন্ত্র বিরোধী।

মার্কিন বিচার বিভাগে বেশ কিছু শীর্ষ কর্মকর্তার পুনর্নিয়োগের পর জাতীয় নিরাপত্তা এবং দুর্নীতিসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগে আইনজীবীদের বরখাস্তের এই আদেশ আসে। আদেশের পর সোমবার (২৭ জানুয়ারি) তাদের একজন পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

আইনজীবীদের বরখাস্ত ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও তিনটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে জানা গেছে। এর মধ্যে একটি হলো সামরিক বাহিনীতে থাকা ট্রান্সজেন্ডারদের বিষয়ে সিদ্ধান্ত। এছাড়া কোভিড ভ্যাকসিন না নেওয়ার কারণে যেসব সেনা সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছিল, তাদেরকে পুনর্বহালের বিষয়েও একটি আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্প।

শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্র-কলম্বিয়ার পাল্টাপাল্টি  হুমকি