লোকসভার সাত ধাপের নির্বাচন শেষ হয়েছে গত হয়েছে শনিবার (১ জুন)। ১৮তম এই নির্বাচনে ভোট দিয়েছেন দেশটির প্রায় ৬৪ কোটি নাগরিক। এটি বিশ্ব রেকর্ড বলে দাবি করেছে দেশটির নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (৪ জুন) সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশন তাদের লাইভ চার্টে গতকাল রাতে সর্বশেষ যে তথ্য দিয়েছে, তাতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। যদিও সরকার গঠন করার জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি দলটি। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
৫৪৩ আসনের লোকসভা নির্বাচনের সবগুলো আসনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজেপি এককভাবে পেয়েছে ২৪০টি আসন। এরপরেই রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। তারা পেয়েছে ৯৯টি আসন। এ ছাড়া সমাজবাদী পার্টি (এসপি) ৩৭টি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (এআইটিসি) ২৯টি আসন পেয়েছে। ডিএমকে পেয়েছে ২২টি আসন, তেলেগু দেশম পার্টি ১৬টি, জনতা দল ১২টি, শিবসেনা (থেকারে) ৯টি, এনসিপিএসপি আটটি, শিবসেনা (এসএইচএস) সাতটি, জনশক্তি পার্টি পাঁচটি, কংগ্রেস পার্টি চারটি, রাষ্ট্রীয় জনতা দল চারটি, কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) চারটি আসন পেয়েছে।
তাছাড়া ইউনিয়ন মুসলিম লীগ তিনটি আসন, আমআদমি পার্টি তিনটি, ঝাড়খন্ড মুক্তি মোর্চা তিনটি, জনসেবা পার্টি দুটি, কমিউনিস্ট পার্টি (মার্কস-লেনিন) দুটি, জনতা দল (সেকুলার) দুটি, ভিসিকে দুটি, সিপিআই দুটি, রাষ্ট্রীয় লোকসভা দুটি, জম্মু অ্যান্ড কাশ্মির ন্যাশনাল কংগ্রেস দুটি করে আসন পেয়েছে।
এ ছাড়া একটি করে আসন পেয়েছে ইউনাইটেড পিপলস পার্টি, আসম গণ পরিষদ, হিন্দুস্তানি আওয়ামী মোর্চা, কেরালা কংগ্রেস, রেভিলিউশনারি সোশ্যালিস্ট পার্টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, ভয়েস অব দ্য পিপল পার্টি, জোরাম পিপলস মুভমেন্ট, আকালি দল, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক দল, ভারত আদিবাসী পার্টি, সিকিম ক্রান্তিকারি মোর্চা, এমডিএমকে, আজাদ সমাজ পার্টি (কাসি রাম), আপনা দল, এজেএসইউ পার্টি, অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিন। এ ছাড়াও স্বতন্দ্র সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাতজন।
আরো পড়ুন : ভারতের নির্বাচনে জয়ের দাবি মোদীর, হাল ছাড়ছে না কংগ্রেসও