চলতি বছরের শুরুতে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করার জন্য ভারতের সাহায্য চেয়েছিল মালদ্বীপের বিরোধী দল মলদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)। মার্কিন পত্রিকা ‘ওয়াশিংটন পোস্ট’ এবিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মুইজ্জুকে সরানোর জন্য ভারত থেকে ৬ বিলিয়ন ডলার চেয়েছিল মালদ্বীপের বিরোধী দল মলদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)। তবে তাদের প্রেসিডেন্ট মুইজ্জুকে সরানোর পরিকল্পনা সফল হয়নি।
প্রেসিডেন্ট মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করতে মালদ্বীপের পার্লামেন্টের ৪০ জন সদস্যকে ঘুষ দেয়ার পরিকল্পনা করা হয়। এই ৪০ জনের মধ্যে মুইজ্জুর নিজের দল পিপলস ন্যাশনাল কংগ্রেস- এর সদস্যেরাও ছিলেন। কিন্তু মুইজ্জুকে সরানোর জন্য যথেষ্ট সংখ্যক ভোট সুনিশ্চিত করা যায়নি বলে দাবি করা হয়েছে।
তবে ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি।
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট এবং বিরোধী দলের প্রধান মহম্মদ নাসিদ এই প্রসঙ্গে বলেছেন, এই ধরনের পরিকল্পনার কথা আমার জানা নেই। ভারত কখনও এই ধরনের পদক্ষেপকে সমর্থন করবে না। কারণ তারা মালদ্বীপের গণতান্ত্রিক ব্যবস্থাকে সমর্থন করে।