উত্তর-পশ্চিম পাকিস্তানের কুররাম জেলায় শনিবার রাতভর সশস্ত্র সুন্নি এবং শিয়া দলগুলোর মধ্যে সংঘর্ষ হয়েছে৷ এই সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ৷ পাকিস্তানে শিয়া সংখ্যালঘু ও সুন্নি সংখ্যাগরিষ্ঠদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনার ইতিহাস রয়েছে৷ গত কয়েক মাসে এই ধরনের সহিংসতায় আরো অনেক হতাহতের ঘটনা ঘটেছে৷
আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত কুররামে প্রায়ই শিয়া-সুন্নি সহিংসতা ঘটে৷ জমি নিয়ে বিরোধে জুলাই মাসের পর থেকে একাধিক সংঘর্ষে অনেক প্রাণহানি হয়েছে৷
সংঘর্ষের শুরু কিভাবে?
একদল সশস্ত্র ব্যক্তি শুক্রবার বাগান এবং বাচা কোট শহরে দোকান, বাড়ি এবং সরকারি প্রতিষ্ঠানে আগুন দেয়ার পর নতুন করে সহিংসতা শুরু হয়৷ নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন, আলিজাই ও বাগান গোত্র কুর্রাম এলাকায় গোলাগুলি করছিল৷
তিনি বলেন, ‘‘উত্তেজনা ছড়িয়ে পড়ায় কুর্রামে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে৷ দুই পক্ষই ভারী ও স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালাচ্ছে৷”
কয়েকদিন আগেই খাইবার পাখতুনখোয়ার একটি মহাসড়কে শিয়া মুসলিমদের বহনকারী যানবাহন লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি চালায়৷ এই হামলায় অন্তত ৪২ জন নিহত হন৷
এই হামলার দায় কেউ স্বীকার করেনি৷