ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অভিষেকটা স্মরণীয় হলো না উগান্ডার

উপলক্ষটা রাঙাতে পারলো না উগান্ডা। বিশ্বকাপের অভিষেকটা হলো না স্মরণীয়। বিশ্বকে চমকে দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা, অন্তত প্রথম ম্যাচে তা রাখতে ব্যর্থ আফ্রিকান দলটা। আফগানিস্তানের কাছে হেরে গেছে লজ্জাজনকভাবে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গায়ানায় উগান্ডা মুখোমুখি হয় আফগানিস্তানের। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৩ রান তুলে আফগানরা। জবাবে ১৬ ওভারে মাত্র ৫৮ রানে গুটিয়ে যায় উগান্ডা। ১২৫ রানের বিশাল জয় পায় আফগানিস্তান।

অবশ্য আফগানরা যেভাবে শুরু করেছিল, তাতে ২০০ রানের গণ্ডি পেরিয়ে যাওয়ার কথা ছিল অনায়াসেই। রাহমানুল্লাহ গুরবাজ ও ইবরাহীম জাদরান মিলে ১৪.২ ওভারে বিনা উইকেটে তুলেছিল ১৫৪ রান, যা টি-টোয়েন্টিতে আফগানদের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি।

উগান্ডা বোলারদের নাচিয়ে গুরবাজ ৪৫ বলে খেলেন ৭৬ রানের অনবদ্য ইনিংস। অপরদিকে আরেক ওপেনার ইব্রাহিম জাদরান করেন ৪৬ বলে ৭০ রান। তবে দু’জনে ৪ বলের ব্যবধানে ফিরলে রানের চাকা ধীরগতির হয়ে যায়।

মোহাম্মদ নবিই কেবল পৌঁছান দুই অংকের ঘরে, করেন ১৬ বলে ১৪ রান। বাকি সবাই ব্যস্ত ছিলেন আসা-যাওয়ায়। নাজিবুল্লাহ ২, গুলবাদিন নাইব ২ ও ওমরজাই করেন ৫ রান। কসমান কাইউটা ও ব্রায়ান মাসাবা নেন জোড়া উইকেট।

জবাব দিতে নেমে শুরুতেই আফগান বোলারদের তাণ্ডবের মুখে পড়ে উগান্ডা। দাঁড়ানোর আগেই ভেঙে যায় তাদের মেরুদণ্ড। ৪.৪ ওভারে ১৮ রান তুলতেই হারায় ৫ উইকেট। যেখানে কেউই পারেননি দুই অংকের ঘরে পৌঁছাতে।

১৮ রানে ৫ উইকেট হারানোর পর রিয়াজাত আলি শাহ ও রবিনসনের ব্যাটে ধস থামায় উগান্ডা। ৪৫ বল খেলে ২৯ রান যোগ করেন দু’জনে, পৌঁছান দুই অংকের ঘরে। রিয়াজাত ১১ ও রবিনসন করেন ১৪ রান। ৪৭ রানে ভাঙে এই জুটি।

রান ৪৭ থেকে ৫৮ রানে পৌঁছাতেই হারায় বাকি ৫ উইকেট। ১৬ ওভারেই গুটিয়ে যায় উগান্ডা। ১২৫ রানে জয় পায় আফগানরা। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের দিক থেকে তাদের দ্বিতীয় বড় জয়। মাত্র ৯ রানে ৫ উইকেট নেন ফজলে হক ফারুকী। নাভিন উল হক ও রাশিদ খান নেন জোড়া উইকেট।

আরো পড়ুন : জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অভিষেকটা স্মরণীয় হলো না উগান্ডার

আপডেট সময় ১২:২৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

উপলক্ষটা রাঙাতে পারলো না উগান্ডা। বিশ্বকাপের অভিষেকটা হলো না স্মরণীয়। বিশ্বকে চমকে দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা, অন্তত প্রথম ম্যাচে তা রাখতে ব্যর্থ আফ্রিকান দলটা। আফগানিস্তানের কাছে হেরে গেছে লজ্জাজনকভাবে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গায়ানায় উগান্ডা মুখোমুখি হয় আফগানিস্তানের। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৩ রান তুলে আফগানরা। জবাবে ১৬ ওভারে মাত্র ৫৮ রানে গুটিয়ে যায় উগান্ডা। ১২৫ রানের বিশাল জয় পায় আফগানিস্তান।

অবশ্য আফগানরা যেভাবে শুরু করেছিল, তাতে ২০০ রানের গণ্ডি পেরিয়ে যাওয়ার কথা ছিল অনায়াসেই। রাহমানুল্লাহ গুরবাজ ও ইবরাহীম জাদরান মিলে ১৪.২ ওভারে বিনা উইকেটে তুলেছিল ১৫৪ রান, যা টি-টোয়েন্টিতে আফগানদের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি।

উগান্ডা বোলারদের নাচিয়ে গুরবাজ ৪৫ বলে খেলেন ৭৬ রানের অনবদ্য ইনিংস। অপরদিকে আরেক ওপেনার ইব্রাহিম জাদরান করেন ৪৬ বলে ৭০ রান। তবে দু’জনে ৪ বলের ব্যবধানে ফিরলে রানের চাকা ধীরগতির হয়ে যায়।

মোহাম্মদ নবিই কেবল পৌঁছান দুই অংকের ঘরে, করেন ১৬ বলে ১৪ রান। বাকি সবাই ব্যস্ত ছিলেন আসা-যাওয়ায়। নাজিবুল্লাহ ২, গুলবাদিন নাইব ২ ও ওমরজাই করেন ৫ রান। কসমান কাইউটা ও ব্রায়ান মাসাবা নেন জোড়া উইকেট।

জবাব দিতে নেমে শুরুতেই আফগান বোলারদের তাণ্ডবের মুখে পড়ে উগান্ডা। দাঁড়ানোর আগেই ভেঙে যায় তাদের মেরুদণ্ড। ৪.৪ ওভারে ১৮ রান তুলতেই হারায় ৫ উইকেট। যেখানে কেউই পারেননি দুই অংকের ঘরে পৌঁছাতে।

১৮ রানে ৫ উইকেট হারানোর পর রিয়াজাত আলি শাহ ও রবিনসনের ব্যাটে ধস থামায় উগান্ডা। ৪৫ বল খেলে ২৯ রান যোগ করেন দু’জনে, পৌঁছান দুই অংকের ঘরে। রিয়াজাত ১১ ও রবিনসন করেন ১৪ রান। ৪৭ রানে ভাঙে এই জুটি।

রান ৪৭ থেকে ৫৮ রানে পৌঁছাতেই হারায় বাকি ৫ উইকেট। ১৬ ওভারেই গুটিয়ে যায় উগান্ডা। ১২৫ রানে জয় পায় আফগানরা। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের দিক থেকে তাদের দ্বিতীয় বড় জয়। মাত্র ৯ রানে ৫ উইকেট নেন ফজলে হক ফারুকী। নাভিন উল হক ও রাশিদ খান নেন জোড়া উইকেট।

আরো পড়ুন : জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ