মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় টেস্টে আপাতত নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। পাকিস্তানকে ২৭৪ রানে গুঁড়িয়ে দেওয়ার পর শনিবার দিনের শেষভাগে ২ ওভারে কোনো বিপদ ঘটতে দেননি সাদমান ইসলাম ও জাকির হাসান।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সবকটি উইকেট বাকি রেখে ২৬৪ রানে পিছিয়ে থেকে রোববারের খেলা শুরু করবে বাংলাদেশ। পাকিস্তানের স্কোর ছাড়িয়ে প্রথম টেস্টের মতোই বড় লিডের খোঁজেই থাকবে সফরকারীরা।
দ্বিতীয় দিনের মতো রোববারও খেলা শুরু হবে ১৫ মিনিট আগে, বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে। আর প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে এদিনও খেলার জন্য বেধে দেওয়া হয়েছে ৯৮ ওভার। যদিও দ্বিতীয় ৭ ঘণ্টায় খেলা হয়েছে মোটা ৮৭.১ ওভার।
শনিবারের মতো রোববারও রাওয়ালপিন্ডির আবহাওয়ার পূর্বাভাসে রোদ ঝলমলে দিনের কথা বলা হয়েছে। আরও একবার হয়তো তীব্র গরমের সঙ্গে লড়াই করতে হবে দুই দলের ক্রিকেটারদের।
সংক্ষিপ্ত স্কোর (সংক্ষিপ্ত স্কোর):
পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪
বাংলাদেশ ১ম ইনিংস: ২ ওভারে ১০/০ (সাদমান ৬*, জাকির ০*; হামজা ১-০-৫-০, খুররাম ১-০-১-০)
আরও পড়ুন :