ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার দেশত্যাগে যে প্রতিক্রিয়া জানালেন ক্রিকেটাররা

প্রায় এক মাসের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক গণবিক্ষোভের মুখে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। প্রায় একমাসের আন্দোলনের পর সোমবার দেশ ছাড়েন প্রধানমন্ত্রী। তার পদত্যাগের খবরে দেশব্যাপী উল্লাসে মাতেন জনগণ। যে তালিকা থেকে বাদ যাননি ক্রিকেটাররাও। সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন তারা।

গতকাল সোমবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুকে জাতীয় দলের পেসার এবাদত হোসেন চৌধুরী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আজ স্বাধীন।’ লাল সবুজের জার্সিতে উদযাপনের ভঙ্গিতে ছবি পোস্ট করেছেন দলের আরেক পেসার শরিফুল ইসলাম। অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, স্বাধীন। জাতীয় পতাকার সঙ্গে লিখেছেন শুভ বিজয়।’

বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, ‘বিজয়ের আনন্দে ভাসছে দেশ। আলহামদুলিল্লাহ।’পেসার রুবেল হোসেন লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম।’

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৩৬ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশজুড়ে সংঘাত আর অন্তত তিন শতাধিক মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হয়। আপাতত বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আছেন তিনি। শোনা যাচ্ছে, তার পরবর্তী গন্তব্য হতে পারে যুক্তরাজ্য। সেখানেই রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তিনি।

আরো পড়ুন : ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদির ১৫ স্টেডিয়ামে

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনার দেশত্যাগে যে প্রতিক্রিয়া জানালেন ক্রিকেটাররা

আপডেট সময় ১১:৩৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪

প্রায় এক মাসের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক গণবিক্ষোভের মুখে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। প্রায় একমাসের আন্দোলনের পর সোমবার দেশ ছাড়েন প্রধানমন্ত্রী। তার পদত্যাগের খবরে দেশব্যাপী উল্লাসে মাতেন জনগণ। যে তালিকা থেকে বাদ যাননি ক্রিকেটাররাও। সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন তারা।

গতকাল সোমবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুকে জাতীয় দলের পেসার এবাদত হোসেন চৌধুরী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আজ স্বাধীন।’ লাল সবুজের জার্সিতে উদযাপনের ভঙ্গিতে ছবি পোস্ট করেছেন দলের আরেক পেসার শরিফুল ইসলাম। অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, স্বাধীন। জাতীয় পতাকার সঙ্গে লিখেছেন শুভ বিজয়।’

বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, ‘বিজয়ের আনন্দে ভাসছে দেশ। আলহামদুলিল্লাহ।’পেসার রুবেল হোসেন লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম।’

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৩৬ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশজুড়ে সংঘাত আর অন্তত তিন শতাধিক মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হয়। আপাতত বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আছেন তিনি। শোনা যাচ্ছে, তার পরবর্তী গন্তব্য হতে পারে যুক্তরাজ্য। সেখানেই রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তিনি।

আরো পড়ুন : ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদির ১৫ স্টেডিয়ামে