বাংলাদেশের ব্যাটিংয়ে চিরায়ত অভ্যাস, একজন আউট হলে শুরু হয় আসা-যাওয়া মিছিল। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলেও সেটিই হয়েছে। একটা সময় শঙ্কা জেগেছিল, বাংলাদেশ না অলআউট হয়ে যায়। শেষ পর্যন্ত তা হয়নি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বাংলাদেশ প্রথম ইনিংস শেষ করেছে তিন উইকেট বাঁচিয়ে। ৪৭ ওভারে ৭ উইকেটে ২৯১ রান নিয়ে দ্বিতীয় দিন পার করেছে স্বাগতিকরা। নিয়েছে ৬৪ রানের লিড।
দিনের প্রথম বলেই জিম্বাবুয়ের শেষ উইকেট তুলে নেয় বাংলাদেশ। সফরকারীদের প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে লাল-সবুজের প্রতিনিধিরা। দীর্ঘদিন পর ওপেনাররা হাসি ফুটিয়েছেন মুখে। সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ১১৮ রান। মধ্যাহ্ন বিরতির পর এনামুল হক বিজয়ের উইকেট হারায় বাংলাদেশ। ব্লেসিং মুজারাবানির বলে লেগ বিফোর হওয়ার আগে বিজয়ের ব্যাট থেকে আসে ৩৯ রান। প্রায় তিন বছর পর টেস্টে ফেরা বিজয়ের এটি বাংলাদেশের জার্সিতে নিজের সর্বোচ্চ।
বিজয়কে হারালেও মুমিনুল হককে নিয়ে রানের চাকা সচল রাখেন সাদমান। দ্বিতীয় উইকেটে আসে ৭৬ রান। বেন কারানের ক্যাচ বানিয়ে মুমিনুলকে ফেরান ওয়েলিংটন মাসাকাজদা। মুমিনুলের ব্যাট থেকে আসে ৩৩ রান। পরের ওভারের প্রথম বলে সাদমানকে লেগ বিফোরে ফাঁদে ফেলেন ব্রায়ান বেনেট। আউট হওয়ার আগে ১৬টি চার ও ১টি ছক্কায় ক্যারিয়ার সেরা ১২০ রান করেন সাদমান। টেস্টে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ব্যক্তিগত ২৩ রানে নিক ওয়েলচকে ক্যাচ দেন ভিনসেন্ট মাসেকেসার বলে। ২৫৯ রানে চতুর্থ উইকেট হারানোর পর পঞ্চম উইকেট দ্রুতই হারিয়েছে স্বাগতিকরা। মাসেকেসাকে ফিরতি ক্যাচ দিয়ে ৫ রানেই সমাপ্ত হয় জাকের আলী অনিকের ইনিংস। ২০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ম্যাচে ফেরে জিম্বাবুয়ে।
মুশফিকুর রহিম এদিন রানে ফেরেন। তবে, কাটা পড়েন রান আউটের দুর্ভাগ্যে। অভিজ্ঞ এই ব্যাটার করেন ৪০ রান। নাঈম হাসান ফেরেন ৩ রানে। শেষ দিকে তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে মেহেদী হাসান মিরাজ আর বিপদ আসতে দেননি।
আগামীকাল সকালে মিরাজ ১৬ ও তাইজুল ৫ রান নিয়ে মাঠে নামবেন লিড বাড়ানোর লক্ষ্যে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস : ৮৭ ওভারে ২৯১/৭* (সাদমান ১২০, বিজয় ৩৯, মুমিনুল ৩৩, শান্ত ২৩, মুশফিক ৪০, জাকের ৫, মিরাজ ১৬*, নাঈম ৩, তাইজুল ৫*; এনগারাভা ১১-২-৪১-০, মুজারাবানি ১৬-৪-৪৪-১, মাসাকাদজা ২৯-৫-৭৭-১, মাসেকেসা ১৪-০-৪৪-৩, মাদেভিরে ৮-০-২৯-০, বেনেটে ৯-১-৪৯-১)
জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ২২৭/১০