ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ছেলের বিপক্ষে মাঠে স্বপ্ন পূরণের অপেক্ষায় ইংলিশ ডিফেন্ডার

একজন বাবার স্বপ্ন, একটি পরিবারের স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে! এফএ কাপের তৃতীয় রাউন্ডের ড্র হওয়ার পর আবেগে থরথর বাবা সামাজিক মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, কতটা রোমাঞ্চ নিয়ে তিনি অপেক্ষায় ম্যাচটির জন্য। ছেলের বিপক্ষে মাঠের লড়াইয়ে দেখা যেতে পারে অ্যাশলি ইয়াংকে!

অ্যাশলি ইয়াংয়ের দল এভারটন ও তার ছেলে টাইলার ইয়াংয়ের দল পিটারবারা ইউনাইটেড মুখোমুখি হবে এফএ কাপের তৃতীয় রাউন্ডে। আগামী ১১ জানুয়ারি ম্যচটি হবে এভারটনের মাঠ গুডিসন পার্কে।

ড্র দেখে উচ্ছ্বসিত অ্যাশলি ইয়াং সামাজিক মাধ্যমে লিখেন, “ওয়াও………. স্বপ্ন তাহলে সত্যি হতে পারে।”

অ্যাশলি ইয়াং এভারটনে যোগ দেন গত বছর। বর্ণাঢ্য ক্যারিয়ারে সাতশর বেশি ম্যাচ খেলেছেন ৩৯ বছর বয়সী এই ডিফেন্ডার। ২০০৩ সালে ওয়াটফোর্ডের হয়ে ক্যারিয়ার শুরু করে তিনি ২০০৭ সালে পাড়ি জমান অ্যাস্টন ভিলায়। সেখানে চার বছর থেকে নাম লেখান ম্যানচেস্টার ইউনাইটেডে। ক্যারিয়ারের সেরা সময় কেটেছে তার এই দুই ক্লাবেই। ইউনাইটেডে প্রায় দুইশ ম্যাচ খেলেন তিনি।

২০২০ সালে ইউনাইটেড ছেড়ে এসি মিলান হয় অ্যাস্টন ভিলায় আরেক দফা খেলে এখন শেষ বেলায় খেলছেন এভারটনে। এখানেই বড় এক প্রাপ্তির হাতছানি তার সামনে।

অ্যাশলির ছেলে টাইলার আর্সেনালের একাডেমিতে যোগ দেন ৯ বছর বয়সে। এই মৌসুমেই ট্রায়ালে উত্তীর্ণ হয়ে এক বছরের চুক্তিতে যোগ দেন তিনি পিটারবারা ইউনাইটেডে। বাবা ডিফেন্ডার হলেও ছেলে মিডফিল্ডার। কিছুদিন আগে ইএফএল ট্রফির ম্যাচ দিয়ে অভিষেক হয় ১৮ বছর বয়সী ফুটবলারের।

পিটারবারা এখন খেলে লিগ ওয়ানে, যেটি ইংলিশ ক্লাব ফুটবলের তৃতীয় স্তর।

১১ জানুয়ারির ম্যাচে দুই দলের হয়ে বাবা-ছেলে একসঙ্গে মাঠে নামলেই তাদের স্বপ্ন পূরণের মুহূর্ত আসবে, ফুটবলের জগতেও রচনা হবে দারুণ এক অধ্যায়ের। এই অক্টোবরে এনবিএ নিয়মিত মৌসুমে বাস্কেটবল মহাতারকা লেব্রন জেমস ও তার ছেলে ব্রনি জেমস লস অ্যাঞ্জেলস লেকার্সের হয়ে কোর্টে নেমে বাবা-ছেলে একসঙ্গে খেলার অনন্য নজির গড়েন।

এই এমবাপেকেই দেখতে চান আনচেলত্তি

লা লিগায় হার দিয়ে ১২৬তম বছর শুরু করলো বার্সেলোনা

রোনালদোর দুই গোলে আল নাসরের জয়

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আন্দোলনকারীর বাবার নামে মামলা; অর্থ বাণিজ্যের অভিযোগ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ছেলের বিপক্ষে মাঠে স্বপ্ন পূরণের অপেক্ষায় ইংলিশ ডিফেন্ডার

আপডেট সময় ০১:৪১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

একজন বাবার স্বপ্ন, একটি পরিবারের স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে! এফএ কাপের তৃতীয় রাউন্ডের ড্র হওয়ার পর আবেগে থরথর বাবা সামাজিক মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, কতটা রোমাঞ্চ নিয়ে তিনি অপেক্ষায় ম্যাচটির জন্য। ছেলের বিপক্ষে মাঠের লড়াইয়ে দেখা যেতে পারে অ্যাশলি ইয়াংকে!

অ্যাশলি ইয়াংয়ের দল এভারটন ও তার ছেলে টাইলার ইয়াংয়ের দল পিটারবারা ইউনাইটেড মুখোমুখি হবে এফএ কাপের তৃতীয় রাউন্ডে। আগামী ১১ জানুয়ারি ম্যচটি হবে এভারটনের মাঠ গুডিসন পার্কে।

ড্র দেখে উচ্ছ্বসিত অ্যাশলি ইয়াং সামাজিক মাধ্যমে লিখেন, “ওয়াও………. স্বপ্ন তাহলে সত্যি হতে পারে।”

অ্যাশলি ইয়াং এভারটনে যোগ দেন গত বছর। বর্ণাঢ্য ক্যারিয়ারে সাতশর বেশি ম্যাচ খেলেছেন ৩৯ বছর বয়সী এই ডিফেন্ডার। ২০০৩ সালে ওয়াটফোর্ডের হয়ে ক্যারিয়ার শুরু করে তিনি ২০০৭ সালে পাড়ি জমান অ্যাস্টন ভিলায়। সেখানে চার বছর থেকে নাম লেখান ম্যানচেস্টার ইউনাইটেডে। ক্যারিয়ারের সেরা সময় কেটেছে তার এই দুই ক্লাবেই। ইউনাইটেডে প্রায় দুইশ ম্যাচ খেলেন তিনি।

২০২০ সালে ইউনাইটেড ছেড়ে এসি মিলান হয় অ্যাস্টন ভিলায় আরেক দফা খেলে এখন শেষ বেলায় খেলছেন এভারটনে। এখানেই বড় এক প্রাপ্তির হাতছানি তার সামনে।

অ্যাশলির ছেলে টাইলার আর্সেনালের একাডেমিতে যোগ দেন ৯ বছর বয়সে। এই মৌসুমেই ট্রায়ালে উত্তীর্ণ হয়ে এক বছরের চুক্তিতে যোগ দেন তিনি পিটারবারা ইউনাইটেডে। বাবা ডিফেন্ডার হলেও ছেলে মিডফিল্ডার। কিছুদিন আগে ইএফএল ট্রফির ম্যাচ দিয়ে অভিষেক হয় ১৮ বছর বয়সী ফুটবলারের।

পিটারবারা এখন খেলে লিগ ওয়ানে, যেটি ইংলিশ ক্লাব ফুটবলের তৃতীয় স্তর।

১১ জানুয়ারির ম্যাচে দুই দলের হয়ে বাবা-ছেলে একসঙ্গে মাঠে নামলেই তাদের স্বপ্ন পূরণের মুহূর্ত আসবে, ফুটবলের জগতেও রচনা হবে দারুণ এক অধ্যায়ের। এই অক্টোবরে এনবিএ নিয়মিত মৌসুমে বাস্কেটবল মহাতারকা লেব্রন জেমস ও তার ছেলে ব্রনি জেমস লস অ্যাঞ্জেলস লেকার্সের হয়ে কোর্টে নেমে বাবা-ছেলে একসঙ্গে খেলার অনন্য নজির গড়েন।

এই এমবাপেকেই দেখতে চান আনচেলত্তি

লা লিগায় হার দিয়ে ১২৬তম বছর শুরু করলো বার্সেলোনা

রোনালদোর দুই গোলে আল নাসরের জয়